রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুত্র শোকে পাথর বাবার আর্তি বন্ধ হোক যুদ্ধ

news-image

আয়লানদের দাফন সম্পন্ন

স্ত্রী-সন্তানদের দাফনের সময় গতকাল কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহ।
 

পুলিশের নজর এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে রাত ৩টায় রাবারের ছোট নৌকায় রওনা দিয়েছিলেন তাঁরা। বাঁচার জন্য গ্রিসে পৌঁছানো জরুরি ছিল। বাধ্য হয়েই পরিবারের সবার জীবন বাজি রেখে গভীর রাতে উত্তাল সমুদ্রপথ বেছে নিয়েছিলেন আবদুল্লাহ কুর্দি। সেই বাজিই কাল হলো! ছোট্ট ফুটফুটে দুই ছেলে আর স্ত্রীকে হারিয়ে সম্পূর্ণ ধ্বস্ত এখন তিনি। পুত্রশোকে কাতর বাবার একমাত্র আর্জি, যুদ্ধ বন্ধ হোক। 'যুদ্ধ থেকে বাঁচতে ভিনদেশে আশ্রয় নেওয়ার পথে আমাদের কী অবস্থা হয়েছে, তা গোটা বিশ্ব দেখুক। সবাই মিলে চেষ্টা করলে হয়তো এ ঘটনার পুনরাবৃত্তি হবে না। এটাই যেন হয় শেষ মৃত্যু।'stone

সিরীয় শরণার্থী আবদুল্লাহরই তিন বছরের ছেলে আয়লানের দেহ ভেসে আসে তুরস্কের উপকূলে। যে ছবি দেখে শিউরে উঠেছে বিশ্ববাসী। শরণার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়া এবং একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তোলপাড় শুরু হয়েছে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বন্ধ হোক যুদ্ধআয়নাল ও গালিবের সঙ্গে তাঁর ছবিটি এখন শুধুই স্মৃতির

গতকাল শুক্রবার দুই ছেলে ও স্ত্রীর মরদেহ নিয়ে তুরস্ক থেকে নিজ শহর কোবানে যান আবদুল্লাহ। গতকালই তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সাগরে ডুবে মারা যাওয়া আবদুল্লাহর আরেক ছেলের নাম গালিব (৫)। স্ত্রীর নাম রিহানা।

এরই মধ্যে আবদুল্লাহ জানিয়েছেন, কিভাবে ঝুঁকিপূর্ণ সাগরপথে গ্রিসে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তাঁর ভাষ্য, নৌকার ব্যবস্থা করতে অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিলেন চার হাজার ইউরো। তা সত্ত্বেও নতুন জীবনের পথে যাওয়া হলো না আবদুল্লার! ১৫ ফুট উঁচু ঢেউ এক ঝটকায় তছনছ করে দিল তাঁর জীবন। বৃহস্পতিবার আয়লানের মরদেহ নেওয়ার জন্য তুরস্কের এক মর্গে যান আবদুল্লাহ। প্রিয়জনদের হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি। জীবন থেকে তাঁর আর কিছুই পাওয়ার নেই। ছলছল চোখে আবদুল্লাহ বলেন, 'আমার কাছে আর কোনো কিছুরই মূল্য নেই। যা মূল্যবান ছিল তা হারিয়েছি।'ainal

এ ঘটনার পরে তোলপাড় হয়েছে বিশ্বজুড়ে। সমালোচনার মুখে পড়তে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। এমনকি, বাদ যাননি আবদুল্লাহও। বাবা হয়ে দুই শিশুসন্তানকে কেন এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, তা নিয়ে আঙুল উঠেছে তাঁর দিকেও। প্রশ্ন উঠেছে, কেন লাইফ জ্যাকেট পরানো হয়নি? অবশ্য আরেক পক্ষ বলছে, সমালোচনার মুখে মানুষ ভুলে গিয়েছে আসল বিষয়টিই। ভুলে গিয়েছে কোন পরিস্থিতির শিকার হয়ে আবদুল্লাহরা দেশ ছেড়েছে। যদিও আবদুল্লাহ দাবি করেন, লাইফ জ্যাকেট তাদের ছিল। কিন্তু দুর্ঘটনার সময় তা কোনোভাবে শরীর থেকে খুলে যায়। যাত্রাপথের বর্ণনা দিতে গিয়ে বলেন, রওনা দেওয়ার পর পরই বড় বড় ঢেউয়ের আঘাত লাগছিল নৌকায়। প্রতি মুহূর্তেই ছিল ডুবে যাওয়ার ভয়। কিন্তু পেছনে ফেরার উপায়ও যে ছিল না! সিরিয়া ছেড়ে সপরিবারে কানাডায় বোনের কাছে যাচ্ছিলেন তিনি। আবদুল্লাহর বোন তিমা কুর্দি কানাডার বাসিন্দা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সবই হারিয়েছিলেন আবদুল্লাহ। অর্থও ছিল না। সিরিয়া থেকে কানাডা-এই দীর্ঘ পথ পেরিয়ে ভাইকে তাঁর কাছে আসার জন্য টাকাও পাঠিয়েছিলেন তিমা। সেই টাকার ভরসাতেই রওনা দেন তাঁরা। কিন্তু মাঝসমুদ্রে ঘটে বিপত্তি। সন্তানদের ও স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি। নিজে ডুবে যেতেও যেতেও চেষ্টা করেছিলেন ছেলেদের মুখ জলের ওপরে রাখতে, যাতে তারা শ্বাস নিতে পারে। কিন্তু পারেননি। চোখের সামনেই তাদের ডুবে যেতে দেখেন আবদুল্লাহ।untitled-50_264768_0

ইতিমধ্যে তিমাও সব শুনেছেন। তাঁর আফসোস, কেন টাকা পাঠালাম? তা না হলে হয়তো ভাই সিরিয়াতেই থেকে যেত। পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দিয়েছেন কানাডা সরকারের বিরুদ্ধেও। এর আগে তাঁর সঙ্গে কানাডায় বসবাস করার জন্য আবেদন জানিয়েছিলেন এক ভাই। কিন্তু তা খারিজ হয়ে যায়। ঘটনা সামনে আসার পর সমালোচকদের ক্ষোভের মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারও।

সূত্র : বিবিসি, এএফপি। 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪