সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোটডুবিতে লিবিয়ায়, বাংলাদেশীসহ কয়েক শ’ অভিবাসী নিহত

news-image

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহরের সমুদ্র উপকূলে ৪৫০ অভিবাসীবোঝাই দুটি বোটডুবির ঘটনায় কয়েক শ’ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণ হারানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া ও সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত কয়েকটি আফ্রিকান রাষ্ট্রের নাগরিক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ তথ্য দিলেও, কোন নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত বৃহস্পতিবার সাহায্যের জন্য সঙ্কেত পাঠানো প্রথম বোটটিতে প্রায় ৫০ আরোহী ছিলেন। প্রথম বোটটি ডুবে যাওয়ার বেশ কিছু সময় পর দ্বিতীয় বোটডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত আরোহীবোঝাই দ্বিতীয় বোটটিতে প্রায় ৪০০ অভিবাসী ছিলেন। কর্মকর্তারা বলছেন, লিবীয় সমুদ্র উপকূলরক্ষী বাহিনী প্রায় ২০১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু, তখনও বহু মানুষ উল্টে যাওয়া বোটের খোলের মধ্যে আটকা পড়ে ছিলেন। ত্রিপোলির পশ্চিমে সাব্রাথা অঞ্চলে অবৈধ অভিবাসীদের একটি বন্দি শিবিরের কর্মকর্তারা এখন পর্যন্ত ১৪৭ অভিবাসীকে পাওয়ার কথা জানিয়েছেন। জুওয়ারার একটি হাসপাতালে কমপক্ষে ১০০ মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় প্রায় ২,৪০০ অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালিতে আশ্রয় নিয়েছেন ১ লাখেরও বেশি অভিবাসী। ১ লাখ ৬০ হাজার অভিবাসী আশ্রয় নিয়েছেন গ্রিসে। গত বুধবার লিবিয়ার সমুদ্র উপকূলে ডুবে যাওয়া একটি বোটের খোলের মধ্যে কমপক্ষে ৫১ জনের মৃতদেহ পাওয়া যায়। সুইডেনের সমুদ্র উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ মৃত ৫১ জনসহ জীবিত ৪০০ জনেরও বেশি আরোহীকে উদ্ধার করে। ওই দিন কমপক্ষে ৩,০০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। গত শনিবার লিবিয়ার উপকূলে বিভিন্ন বোট থেকে প্রায় ৪,৪০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের অভিবাসী সঙ্কট মোকাবিলায় আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও বলকান নেতারা যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সমবেত হয়েছেন ঠিক তখনই অস্ট্রিয়ায় বার্গেনল্যান্ড অঙ্গরাজ্যে একটি ট্রাক থেকে ৫০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকে ওই অভিবাসীদের কিভাবে মৃত্যু হলো, তা সুস্পষ্ট নয়। কতোদিন তারা ট্রাকটিতে ছিলেন, তাও স্পষ্ট নয়। এদিকে হতভাগ্য অভিবাসীরা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে সেটা জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে