সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান

news-image

পাকিস্তান আগামী তিন বছরে মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের ভাণ্ডারের অধিকারী দেশে পরিণত হবে। আগামী তিন বছরে পরমাণু অস্ত্রের ভাণ্ডার বেড়ে অন্তত সাড়ে তিনশতে পৌঁছানোর কারণে বিশ্বে এ অবস্থানে পৌঁছাবে পাকিস্তান।
 
মার্কিন দুই থিংক ট্যাংক, কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং দ্যা স্টিমসন সেন্টারের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান দ্রুত নিজ পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে।  ভারতের ভয়ে ভীত হওয়ার কারণে এ ভাবে পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে দেশটি।
 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরমাণু বোমা মজুদের দিক থেকে ভারতকে অনেক ছাড়িয়ে গেছে পাকিস্তান। প্রতিবেদনের হিসাবে অনুযায়ী, পাকিস্তানের ভাণ্ডারে ১২০টি পরমাণু বোমার মজুদ রয়েছে। অন্যদিকে ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় ১০০টি পরমাণু বোমা।
IFrameIFrameIFrameIFrame?

 
পাকিস্তান প্রতিবছর গড়ে ২০টি করে পরমাণু বোমা তৈরি করছে বলে এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ ছাড়া ব্যাপক পরিমাণে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ থাকায় আগামী কয়েক বছরে পাকিস্তানের পক্ষে কম ক্ষমতা সম্পন্ন পরমাণু বোমা দ্রুত তৈরির ক্রমবর্ধমান সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
 
অবশ্য ভারতের এর তুলনায় অনেক বেশি প্লুটোনিয়াম মজুদ রয়েছে। পাকিস্তানের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা তৈরিতে প্লুটোনিয়ামের প্রয়োজন রয়েছে। কিন্তু ভারত অভ্যন্তরীণ জ্বালানি তৈরিতে বেশির ভাগ প্লুটোনিয়াম ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
 
পাকিস্তানে পরমাণু বোমার সংখ্যা বাড়ছে এবং দেশটি ক্রমেই আমেরিকা ও রাশিয়া বাদে অন্যান্য দেশের চেয়ে বেশি পরমাণু বোমার অধিকারী হয়ে উঠবে।
 
কিন্তু ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিশেষজ্ঞ মানসুর আহমেদ এ প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, সঠিক ভাবে মূল্যায়ন করলে দেখা যাবে আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তানের ৪০ থেকে ৫০টি বেশি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে।
 
অবশ্য পাক সামরিক বাহিনী দেশটির পরমাণু সক্ষমতা বিস্তারের চেষ্টা করছে বলে প্রতিবেদনটিতে যে দাবি করা হয়েছে সে বিষয়ে কোনো বিতর্কে যাননি এ বিশেষজ্ঞ।
 
এ ছাড়া, প্রতিবেদনটির বিষয়ে মন্তব্য করার জন্য কোনো পাক সেনা কর্মকর্তাকে পাওয়া যায়নি।
 
এদিকে, অন্যান্য পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে ফ্রান্সের ৩০০, ব্রিটেনের ২১৫ এবং চীনের ২৫০টি পরমাণু বোমা রয়েছে।

সূত্র: ডন

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে