সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভার্জিনিয়ায় সাংবাদিক খুনে অভিযুক্তের আত্মহত্যা

news-image

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লাইভ সম্প্রচারের সময় দুই সাংবাদিককে গুলি করে হত্যার অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার (২৭ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ভেস্টার লি ফ্ল্যানাগন নামে ওই ব্যক্তি নিজেও উব্লিউবিজে৭ টেলিভিশনে কর্মরত ছিলেন। সাংবাদিকদের গুলি করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে অভিযান চাল‍ায় পুলিশ।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনেটা শহরে গাড়ির পেছনে ধাওয়া করলে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে ‘নিজেকে গুলি’ করার চেষ্টা করেন ভেস্টার।

পুলিশের মুখপাত্র জানান, ইন্টারস্টেট ৬৬ মহাসড়কে সন্দেহভাজন ওই ব্যক্তির গাড়ি দেখে পেছন পেছন ধাওয়া করে পুলিশ। এরমধ্যে গাড়িটি বিধ্বস্ত হয় যায়। পরে গাড়ি থেকে চালককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এর আগে স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে মনেটার নিকটবর্তী একটি শপিং সেন্টারের সামনে লাইভ সম্প্রচারের সময় গুলিতে নিহত হন রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড।

উব্লিউবিজে৭ টিভির জেনারেল ম্যানেজার জেফ মার্কস জানান, স্থানীয় চেম্বার অব কমার্সের এক পরিচালকের সাক্ষাৎকার নিচ্ছেলেন এই দুই সাংবাদিক। এসময় ওই বন্দুকধারী ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে এ ঘটনার কিছু পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয়। এতে দেখা যায়, ওই নারী সাংবাদিক তার অতিথির সাক্ষাতকার নেওয়ার আগে বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছিলেন।

এর পরপরই কয়েক দফা গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শোনা যায় এবং সাংবাদিক লুটিয়ে পড়ে যান। এসময় ক্যামেরাটি নিচে পড়ে গেলেও তা চলছিল।

এতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দ্রুতগতিতে ওই এলাকা ত্যাগ করে চলে যান।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে