সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকার রাগের মুহুর্তে কি করে তাকে মানাবেন ?

news-image

ইদানিং নাকি প্রেমের বাজার খুব খারাপ চলছে। যারা প্রেম করেন বা করেছেন তাদের ভাষ্যমতে এর থেকে কঠিন কাজ (প্রেমিকার রাগ ভাঙ্গানো) নাকি আর হতে পারে না দুনিয়াতে। কেউ কেউ বলেন তার প্রেমিকাকে মানাতে নাকি অনেক কষ্ট করতে হয়। ১ সপ্তাহ রাগ করে থাকার পর তারপর তাকে নানা ভাবে বুঝিয়ে শুনিয়ে রাগ ভাঙ্গাতে হয়। আবার অনেকে আছেন যারা রাগকে কোন রকম কেয়ার করেন না। যা হবার হবে এই মতে চলেন। তখন দেখা যায় পাক্কা ১ / ২ কিংবা ৩ মাস কথা + দেখা না করে কাটিয়ে দিতে হয়। অনেকে আবার আছেন এমন কোন উপায় বাদ রাখেন না তার প্রেমিকাকে মানানোর জন্য। নানা রকম পদ্ধতি অবলম্বন করেও তারা ব্যর্থ হয়ে যান। 

তাহলে আসুন জেনে নেই প্রেমিকার রাগের ধরন আর সেই রাগের পরিস্তিতি বুঝে কি কি পদ্ধতি অবলম্বন করে আপনি সফল হলেও হতে পারেন। যদিও এগুলো সবাই জানেন কিন্তু তারপর ও মাঝে মাঝে ভুল হয়ে যায় অনেকের। তাই আসুন দেখে নেই – 

১। প্রেমিকা হাল্কা রাগ দেখালে 

এই ক্ষেত্রে প্রেমিকা সাধারণত তেমন রাগের মাথায় থাকে না। একটু বুদ্ধি করে আপনি যদি চলেন তাহলে খুব তারাতারি আপনি তাকে মানাতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই রাগের ক্ষেত্রে কখনও তাকে মানাতে বেশি দেরি করতে যাবেন না। কারণ দেরি করলে সেই রাগ থেকে জন্ম নেবে অভিমান। 

এই মুহুর্তে আপনি যা করতে পারেন – 

•তার সাথে কথা বলতে পারেন ফোনে। প্রথমে যদিও একটু গাইগুই করবে কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়। 
•ঠান্ডা মাথায় তাকে মানাতে চেষ্টা করুন। 
•কোন মতেই রেগে বা উচ্চ স্বরে কথা বলতে যাবেন না সেই সময়। 
•অনেকটা স্বাভাবিক হয়ে গেলেও সে চাইবে আপনার থেকে আরো বেশি কিছু। মানে হল সে চাইবে আপনি তাকে আরো মানান। এটা না করলে তার রাগ আবার ঊঠতে পারে। 
•যদি সে সময় আপনারা ডেটিং এ থাকেন তাহলে আপনি কিছু সিনেমেটিক দৃষ্য করতে পারেন। যেমন তাকে গোলাপ ফুল উপহার দিতে পারেন বা তার খোপায় পড়িয়ে দিতে পারেন। 
•তার চোখে চোখ রেখে হাসির কোন কথা বলতে পারেন। এই সময়টায় সবচেয়ে বেশি উপকারি যদি আপনি তাকে হাসাতে পারেন। 

২। মোটামুটি রাগ করলে 

এই ক্ষেত্রে আপনাকে বেশ বেগ পেতে হবে। কারণ এটা এমন এক পরিস্তিতি যাতে আপনি একটু ভুল করলে অনেক পস্তাবেন। তাই সাবধানে পথ চলতে হবে আপনাকে। প্রেমিকা সাধারণত এ অবস্থায় বেশ রাগী মুড এ থাকে। অনেক মেয়ে আছে যারা এই অবস্থায় জিনিসপত্র ভাংচুর করে, হাত পা কাটে, ঘুমের বড়ি খায় ইত্যাদি। তাই আপনাকে যা করতে হবে –

•তার রাগ কমতে সময় দিন। এ অবস্থায় কোন মতেই আপনি তার সাথে কথা বা দেখা করবেন না কিছু সময় অবধি। তবে সে দেখা করতে চাইলে ভিন্ন কথা। 
•এমন ও হতে পারে সে আপনার সাথে ২/৩ সপ্তাহ কথা নাও বলতে পারে। কিন্তু আপনি বড়জোর তার সাথে ২ দিন এর বেশি কোন মতেই যোগাযোগ না করে থাকবেন না। 
•নিজে যদি ভুল করেন তাহলে তা অকপটে স্বীকার করুন। 
•তাকে সুন্দর করে ব্যপারটা বলুন। কেন, কি কারনে আপনি এরকম করেছেন তা গুছিয়ে বলুন। 
•তার সাথে প্রথমেই ফোন এ কথা না বলে আগে এস এম এস দিন। এমন কোন এস এম এস দিন যাতে তার মন অনেকটা ভাল হয়ে যায়। 
•ভুল যদি সে করে থাকে তাহলে সে তা নিজেই স্বীকার করবে তবে অনেক মেয়েরাই তা করে না। এ জন্য আপনি তাকে বিষয়টা ঠান্ডা মাথায় খুলে বলুন। 
•সে এস এম এস এর উত্তর না দিলে পর পর বেশ কয়েকটা সুন্দর সুন্দর এস এ এস পাঠান। 
•তার সাথে দেখা করার চেষ্টা করুন। কারণ দেখা না করলে এ ক্ষেত্রে তাকে মানাতে কষ্ট হতে পারে। 
•মেয়েরা ফুল খুব পছন্দ করে। তাই দেখা করতে যাওয়ার আগে আপনার প্রেমিকার পছন্দের কিছু গিফট কিনে নিয়ে যেতে পারেন। সাথে চকলেট নিতে ভুলবেন না। 
•তার সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করুন তবে বেশি হাসতে যাবেন না। 
•তাকে আপনার অবস্থার কথা বলুন যে আপনি তার সাথে এতদিন যোগাযোগ না করতে পেরে অনেক কষ্টে ছিলেন। 
•খুব ভাল হয় যদি প্রকৃতির মাঝে চলে যান। সবুজের ছায়ায় কিংবা নৌকা ভ্রমনে কাছে। 


৩। রাগ যদি হয় খুব বেশি 

আপনার জন্য এটা লাল সংকেত। এ ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার উপর শনির আসর পড়বে বা পড়েছে। আপনার প্রেমিকা যদি খুব বেশি রাগী হয় তাহলে সে যা খুশি তাই করতে পারে। আবার যদি খুব বেশি রাগী না হয় তারপর ও কোন নিশ্চয়তা নাই। তাই সাবধান থাকুন যাতে আপনার প্রেমিকা এই অবস্থায় না যায়। এ সময় আপনার যা করা উচিত- 
•ভুলেও তার সাথে দেখা করতে যাবেন না। 
•ফোন এ কথা বলতে গিয়ে যদি এরকম রাগী হয়ে যায় আর ফোনটা রেখে দেয় আপনি ফোন দেন তাকে। 
•ফোন যদি বন্ধ থাকে তাহলে এস এম এস দিয়ে রাখতে পারেন। 
•তবে সবচেয়ে ভাল হয় যদি তাকে সময় দেন রাগ কমানোর। 
•রাগ কমে গেলে সে আপনাকে এমনিতেই ফোন দেবে। তখন ফোন ধরার সাথে সাথে সরি বলুন খুব মধুর সুরে। 
•এ অবস্থায় আপনি কতটা রোমান্টিক তা যাচাই হয়ে যাবে। খুবই রোমান্টিক হওয়ার চেষ্টা করুন এই সময়। 
•সে আপনাকে অনেক আজেবাজে কথা বলবে, অনেক দোষ দেবে কিন্তু ভুলেও কোন সাড়াশব্দ করতে যাবেন না। শুধু শুনে যাবেন। 
•আপনি যদি ভুল করে থাকেন তাহলে তা মেনে নিন সেই সময়েই। না হলে আপনাকে কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতে পারে। 
•আর যদি ভুলটা তার হয়ে থাকে তাহলেও সেই সময় আপনি আপনার নিজের কাধে দোষ নিয়ে নিন। 
•পরে যখন তার রাগ কমবে তখন তার ভুল ধরিয়ে দিন। এতে সে লজ্জিত হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। 
•দেখা যদি করেন এই সময়ে তাহলে কোনমতেই তার সাথে রাগ দেখাবেন না। 
•তবে এটা ভুলে গেলে চলবে না যে আপনাকে তার রাগ ভাঙ্গানোর জন্য খুব বেশি সময় দেয়া হবে না। 
•তাকে যদি পারেন কিছুটা ভালবাসার ছোঁয়া দিয়ে দিন। তবে মাত্রাতিরিক্ত না। 
•ভাল হয় যদি কবিতা পারেন বা কোন খ্যাতিমান কবির কবিতা আপনার মুখস্ত থাকে তাহলে সে সময় এটা আপনার কাজে লাগবে। 
•নিজের যদি গাড়ি থাকে তবে তাকে নিয়ে লং ড্রাইভ এ যান। এমন কোন যায়গায় যেখানে গেলে সব রাগ দূর হয়ে যাবে।


আর যদি আপনার প্রেমিকার এসব রাগ ব্যপারটাকে আপনি তেমন একটা কেয়ার না করেন তাহলে আপনার জন্য কিছু জটিল ইস্টাইল এর টিপস – B-);)

•রাগারগি করতে চাইলে বলে দিন আপনার এসব করতে ইচ্ছা করছে না। 
•বেশি রাগ দেখিয়ে যদি কথা বন্ধ রাখে তাহলে আপনিও বন্ধ রাখুন। 
•তার যত দোষ আছে তা সরাসরি জানিয়ে দিন। 
•কোন রকম ইমোশনাল ব্লাকমেইল করতে চাইলে পাত্তা দিবেন না।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে