সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশের ক্লাস শিক্ষার্থীবিহীন

news-image

ক্যাম্পাস প্রতিবেদক ভর্তি প্রক্রিয়ায় লেজেগোবর পরিস্থিতিতে শিক্ষার্থী ছাড়াই কিছু প্রতিষ্ঠানে একাদশে ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে নানা প্রচেষ্টার পরও অনলাইন জটিলতায় ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষা বোর্ড, কলেজে ভিড় করছেন ভর্তি ইচ্ছুকরা।
গতকাল রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কলেজ ঘুরে দেখা গেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়। সকাল ১০টার দিকে মনিপুর স্কুল অ্যান্ড কলেজে দেখা যায়, কিছু শিক্ষার্থী নতুন পোশাকে কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। একই ক্যাম্পাসে আরেকদল শিক্ষার্থীকে ভর্তি জটিলতা নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। ভর্তির বিষয়ে জানতে চাইলে এ কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, তারা ৬০০টি আসনের বিপরীতে প্রথম মেধাতালিকায় ২৫০ জনকে পেয়েছেন। এদের মধ্যে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে। বুধবার থেকে ক্লাস শুরু করলেও আসন পূর্ণ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম নিয়ে সবাই ব্যস্ত থাকবেন বলে জানান।
ভর্তি কার্যক্রম শেষ না করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও ক্লাস শুরু হয়নি। ঈদের ছুটির পরই ক্লাস শুরু করবেন বলে জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন। ঢাকা সিটি কলেজও চাহিদার চেয়ে ১৯৮ কম শিক্ষার্থী পেয়েছে। মোট ২ হাজার ৯৫০টি আসনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১৭৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাজান খান জানান। জানা গেছে, ঢাকা কলেজেও বুধবার থেকে ক্লাস শুরু হয়নি। তবে গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যেই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। হয়ত দু-এক জায়গায় এর ব্যত্যয় ঘটেছে। অতিসত্বর সেটাও কভার হয়ে যাবে।
উল্লেখ্য, আজ নিয়মিত ভর্তির কাজ শেষ হবে। আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে দ্বিতীয় মেধাতালিকা।
এদিকে ঢাকার বিভিন্ন কলেজের বিরুদ্ধে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ঢাকা বিজ্ঞান কলেজের বিরুদ্ধে ভর্তিতে ৫২ হাজার টাকা, উত্তরার মাইলস্টোন কলেজের ইংরেজি ভার্সনে ৩১ হাজার ও বাংলা ভার্সনে ২৩ হাজার, রেসিডেনসিয়াল মডেল কলেজে আবাসিক ১২ হাজার ১৯২, তেজগাঁও কলেজে বিজ্ঞানে ১৪ হাজার ১০০, মিরপুরের এসওএস. হারম্যান মেইনর কলেজে ১৮ হাজার ৩৫০, সিটি কলেজে ২২ হাজার ২৯০, উত্তরার ট্রাস্ট কলেজ ১৬ হাজার ১০০ টাকা, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১২ হাজার ৫০০, ঢাকা কমার্স কলেজ ১৩ হাজার ৯০০ টাকা করে নিচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী মফস্বল ও পৌর (উপজেলা) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ সর্বসাকুল্যে ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার, ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি নিতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি বাবদ বাংলা মাধ্যমে ৯ হাজার এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি নিতে পারবে না।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ভর্তিসহ অন্যান্য কাজে প্রচ- ব্যস্ত সময় যাচ্ছে। তাই এ বিষয়ে নজর দেয়া সম্ভব হয়নি। তবে বিষয়টির প্রতি আমরা নজর রাখছি। যারা ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করছে, তাদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছিল সরকার। কিন্তু শিক্ষাবর্ষের প্রথমদিন বেশির ভাগ কলেজেই ক্লাস হয়নি।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে