রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তরুণেরা গ্রিস ছেড়ে পালাচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক‘গ্রিসে আমি কোনো ভবিষ্যৎ দেখি না।’
কোনো বুড়ো মানুষ নয়, ২১ বছরের তরতাজা তরুণ দানি আইয়োরদাকের কণ্ঠে এ হতাশা। হাতে তাঁর উল্কি আঁকা। দেখে বোঝা যায়, এই গ্রিক তরুণের মধ্যে তারুণ্যের উদ্দাম আছে, ছন্দ নেই। বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন দানি। মা ফি দিতে পারেন না। তাই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছেন। 
দানি স্বীকার করেন, তাঁর দেশটা সত্যিই সুন্দর। কিন্তু এখানে দিনের পর দিন সংগ্রাম করে বেঁচে থাকার কথা তিনি কল্পনাও করতে পারেন না। 
এমন অবস্থা কেবল দানির নয়, তাঁর মতো দেশ ভরা সব তরুণ-তরুণীর। নিদারুণ অর্থ-সংকটের কারণে গ্রিস এখন কপর্দকহীন রাষ্ট্র। ঘরে-বাইরে সবখানে হাঁ মেলে আছে অভাব। চাকরি-চাকরি নেই, খাবারের অভাব। কারও কাছে কোনো কিছু কেনার মতো অর্থ নেই। আবার অর্থ থাকলেও এর সংস্থান নেই। কারণ ব্যাংক বন্ধ। এমন ঘোরতর সংকটের সমাধান কী? উত্তর একটাই—গ্রিস ছাড়ো। স্বেচ্ছা নির্বাসনে যাও। সেটাই করছে এখন গ্রিক তরুণ-তরুণী। দলে দলে দেশ ছাড়ছে তারা। 
মানব সভ্যতার ধারক ও বাহক গ্রিসে এখন যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব প্রায় ৫০ শতাংশ। ২০১০ সালে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই লক্ষাধিক তরুণ-তরুণী দেশ ছেড়েছে। হাতে গোনা যে কয়জনের কপালে চাকরি জুটছে, বেতন মোটেও ভালো নয়। মেধার কোনো মূল্যায়ন নেই। দুর্নীত দেশের প্রতিটি ক্ষেত্রের রন্ধ্রে রন্ধ্রে। এমন পরিস্থিতিতে দানি আইয়োরদাকের মতো তরুণেরা দেশ ছাড়বে না তো আঙুল চুষবে?

এমন এক তরুণ ক্রিসতোস পেনোজ। বিজ্ঞানে গবেষণা ও কাজের সুযোগের অভাব থাকায় ২০১৩ সালে তিনি গ্রিস ছেড়ে যান। এখন নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন ৩২ বছরের এই তরুণ। পেনোজ বলেন, বন্ধুরা একে একে সবাই গ্রিস ছেড়েছেন। ভাই থাকেন স্পেনে। বন্ধুদের অনেকে থাকেন জার্মানি, যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডে।

প্রথমে পেনোজ ভেবেছিলেন দুই বা তিন বছর পর গ্রিসে ফিরে যাবেন। কিন্তু গ্রিসের অর্থনৈতিক অবস্থা এখন আরও খারাপ। গ্রিসের সূর্য, প্রাকৃতিক সৌন্দর্য ও খাবারের কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায় পেনোজের। তবু তিনি গ্রিসে ফেরার সিদ্ধান্ত নিতে পারেননি। কারণ সেখানে ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত।

দিনের পর দিন গ্রিসের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। রাস্তার ধারে একটি বেঞ্চে স্যান্ডউইচ খেতে খেতে পা ঝুলিয়ে বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন দুই বন্ধু মেরিলেনা ও জোসি। জোসি একজন ফিজিওথেরাপিস্ট। কিন্তু তিনি পূর্ণকালীন কোনো কাজ পাচ্ছেন না। অর্থ উপার্জনের জন্য তাকে শিশুদের পরিচর্যা ও পরিচ্ছন্নতার কাজও করতে হয়। গ্রিসের এই আর্থিক সংকট শুরুর আগে এসব করে জোসি পেতেন এক হাজার ৪৪০ ডলার। এখন তার অর্ধেকও পান না।

জোসির বন্ধু সিরিয়া থেকে আসা একজন অভিবাসন-প্রত্যাশী। বন্ধুটি এখন নেদারল্যান্ডসে থাকেন। জোসি ভাবছেন, সেখানেই চলে যাবেন।

মেরিলেনাও জার্মানিতে তাঁর ভাইয়ের কাছে চলে যাবেন বলে ভাবছেন। ভাই জার্মান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সেখানে তাঁর বেতন দুই হাজার ইউরো।

প্রকৌশলী জানিস গ্রিগোরিওর হাতে কাজ নেই কয়েক বছর ধরেই। তিনি আরবে চলে যাওয়ার কথা ভাবছেন। সেখানে তিনি ভালো কাজ পাবেন বলে আশা করছেন। জানিস বলেন, পরিস্থিতি এখন ভয়াবহ। যদি পাঁচ বছর আগে তিনি এ রকম হবে বলে জানতেন, তাহলে একজন পরিচারক বা চুল পরিচর্যাকারী হওয়ার কথা ভাবতেন। কারণ গ্রিসে এরাই অন্যদের চেয়ে ভালো আছে।

গ্রিসের থেসালনিকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুই ল্যাবরিয়ানিদিস বলেন, সংকটের কারণে তরুণেরা এখন গ্রিস ছেড়ে পালাচ্ছেন। তবে লুই অন্য সবার মতো হতাশ নয়। তিনি গ্রিসে বিনিয়োগ বাড়াতে চান। শিল্প গড়ে তুলতে চান। এ জন্য সরকারের সহযোগিতাও চান।

অর্থনৈতিক সংকটে পড়েছে গ্রিস। আইএমএফের কাছ থেকে নেওয়া গ্রিসের দেড় বিলিয়ন ইউরো (১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) গত মঙ্গলবারের মধ্যে শোধ করার কথা থাকলেও তা পারেনি গ্রিস। এতে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা। গ্রিসকে তার ব্যাংকগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়ে পুঁজি নিয়ন্ত্রণের পথ ধরতে হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই চুক্তির জন্য দাতারা যে প্রস্তাব দিয়েছে, এতে বিভিন্ন খাতে ব্যয়-সংকোচন করার কথা বলা আছে। এতে আপত্তি রয়েছে দেশটির বর্তমান বামপন্থী সরকারের। তবে চুক্তি না হলে গ্রিস এসব দাতার কাছ থেকে কাঙ্ক্ষিত ২৯ বিলিয়ন ইউরো ঋণ পাবে না। এই ঋণ পেলেই কেবল এথেন্স আগামী দুই বছরের মধ্যে পরিশোধযোগ্য সব দেনা শোধ দিতে পারবে।

আন্তর্জাতিক ঋণদাতাদের কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। এক চিঠিতে তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে দাতাদের দেওয়া (বেইলআউট) কর্মসূচির প্রস্তাব মানবে গ্রিস। তবে ওই প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত ‘সংশোধন’ করতে হবে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) তার জরুরি সহায়তা আরও বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।

বেইলআউট প্রস্তাবের ওপর আগামীকাল রোববার গণভোট ডেকেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। তিনি চান এথেন্সকে ইউরোতে রাখতে। কিন্তু এ জন্য দাতাদের দেওয়া শর্ত মেনে নিতে রাজি নন। তাই সিদ্ধান্তের বোঝাটা ঠেলে দিয়েছেন জনগণের দিকে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত