রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তার জন্য আল্লাহর কাছে একটি জিডি করে রাখুন!

news-image

ইসলামিক ডেস্ক : গাড়ির ক্ষতি ঠেকাতে আমরা বিমা করি। গাড়ির চুরি, আগুনে পুড়ার ভয়ে বিমার আশ্রয় নেই। ড্রাইভারও শারীরিক আঘাত  পেলে বা গাড়ির ক্ষতি হলে বিমা কোম্পানি চিকিৎসা খরচ ও গাড়ি  মেরামতে সাহায্য করে। সড়ক দুর্ঘটনা ক্ষতি পূরণ পেতেও কেউ কেউ বিমা করেন। জীবনে আর্থিক নিশ্চয়তা, পরিবারক ঝুঁকি এড়াতে বিয়ে বিমাসহ কত্তো রকম বিমার যে আবিষ্কার করেছে মানুষ। সামন্য সময়, একটুখানি সুখ আর জীবনের কাল্পনিক নিরাপত্তার জন্য জিডি আর বিমা জন্য  করতে আমরা উদগ্রিব। অথচ নিরাপত্তা সুরক্ষা আর ঝুকিমুক্ত জীবন উপহার দেওয়ার মালিক আল্লাহ তায়ালা। তিনিই মানুষের সুস্থ্যতার মালিক, অসুস্থ্যতার মালিক। তিনি জীবন-মরনের ক্ষমতা রাখেন। পথে ঘাটে দুর্ঘটনা থেকে মহান রব আমাদের হেফাজত করেন। তার কুতরতেই আমরা বেঁচে যাই নানা বিপদ-আপদ, দুর্ঘটনা আর ভয়ানক মসিবত থেকে। যে প্রভুর কাছে জীবনের নিরাপত্তা।
যার কুদরতি হাতে মানুষের সুখ শান্তি ও সমৃদ্দি, সেই মহান আল্লাহর দরবারে কি একটি জীবনবিমা করে রাখতে পারি না? হঠাৎ মৃত্যু, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, ভবন ধসে মৃত্যুর হাত থেকে রক্ষার মালিকের কাছে আমাদের জিডি থাকলে নিশ্চয় তিনি আমাদের সহায়ক হবেন। সিডর আইলা, ঘুর্ণিঝড়ে তিনিই আশ্রয়। ভূমিকম্প, বজ্রপাত এবং প্রাকৃতিক সব আপদ থেকে মহান আল্লাহ তায়ালা আমাদের সুরক্ষা দেন। তার কাছে করে রাখি জীবন বিমা। আরশে আজিমে ফেরেশতারা লিখে রাখুক আমার বিপদমুক্তির সাধারণ ডায়েরি। কিভাবে তা সম্ভব? আমাদের যাপিত জীবন যদি হয় পাপমুক্ত; তাহলে সকাল সন্ধ্যার ছোট ছোট আমল ও দোয়া আমাদের ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। কোরআনুল কারিম বলছে, আর স্মরণ করতে থাকো নিজের প্রভুকে আপন মনে ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম; সকালে ও সন্ধ্যায়। আর বে-খবর থেকো না। সুরা আরাফ : ২০৫
১.পরকালের নিরাপত্তার জন্য
নিয়মিত সাইয়িদুল ইসস্তিস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি পড়ন। নবীজি সা. বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতে যাবে। বুখারি শরিফ, মিশকাত হা/২৩৩৫
উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রববী, লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলি ফাইন্নাহূ লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।
অর্থ :  হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার ওপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর।  কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।
২.জীবনের নিরাপত্তার জন্য
হঠাৎ কোনো বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য
নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই  দোয়া পড়বে, কোনো বস্তু তার ক্ষতি করতে পারবে না। আবু দাউদ, তিরমিজি, ৩৩৮৮,
উচ্চারণ : বিসমিল্লা-হিল্লাজি, লা ইযাদুররু মা আসমিহি শাইয়ান ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি, ওয়াহুয়াস সামিউল আলিম। অর্থ :  আমি  সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আকাশ-জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। প্রকৃতপক্ষে তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। খ. হজরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রা. সূত্রে বর্ণিত নবীজি সা. আমাকে বলেছেন, সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, সুরা নাস এবং সুরা ফালাক তিনবার পাঠ করলে আল্লাহ তায়ালা তার সব রকম নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। তিরমিজি ৩৫৭৫ এছাড়াও নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে সরাদিনের বিপদ-আপদ থেকে রক্ষা করবেন হাদিসে বলে আল্লাহর ওয়াদা আছে। হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা, ওয়া নিমাল নাসির দোয়াটিও জীবনের বিপদের মুহূর্তে আল্লাহর করুণা পেতে সহায়ক। জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে একটি সপ্তাহ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আছে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪