শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীরা বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট কেন ! !

modelবিবাহিত পুরুষের প্রতি নারীর আকর্ষণ চিরকাল৷ তবে বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণের ফলাফলটা খুব একটা প্রীতিকর নয়৷ এতে নারীর মানসিক যন্ত্রণাই বেড়ে চলে৷ এতে নারীর চরিত্রেই কলঙ্ক লাগে৷ তবে বিবাহিত বলেই যে কোনও পুরুষের প্রতি একজন নারীর আকৃর্ষণ জন্মাতে পারে না এমন কোনও কথা নেই৷
আকর্ষণ সহজাত প্রবৃত্তি থেকেই আসে৷ পরিচিত হোক বা অপরিচিত বিবাহত পুরুষের প্রতি আকর্ষণ জন্মাতেই পারে৷ কিন্তু তাই বলে মনের আবেগকে রোমিও-জুলিয়েটের মত নাটকীয় করে তুলবেন না৷ তার চেয়ে মনে করুন, বিবাহিত পুরুষের এই আকর্ষণ শুধুই একটা মোহ৷ অবিবাহিত কোনও পুরুষ আপনার জীবনে আসলেই আপনার এই ক্ষণিকের মোহ ভেঙে যাবে৷

ধরে নেওয়া গলে আপনি এমন এক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন যিনি স্মার্ট, হ্যান্ডসাম, ভদ্র ৷ ঠিক যেমন আপনি চান তেমনই ৷ কিন্তু ওই মানুষটি যে আপনার নয় এটা আপনাকে বুঝতে হবে ৷ কারণ তাকে আপনি যতই ভালবাসুন না কেন, প্রতিদানে তার কাছ থেকে আপনি কিছুই পাবেননা ৷

এমন কিছু পুরুষ রয়েছেন যারা বিয়ের পরেও অন্য নারীর সঙ্গে বা প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখতে চান ৷ এক্ষেত্রে তারা স্ত্রীর সামনে নিজেরে আদর্শ স্বামী হিসেবে পরিচয় দেন ৷ কিন্তু অন্যদিকে কোনও নারীর সামনে নিজেকে অসুখী প্রমাণ করে তার কাছ থেকেো ভালবাসা আদায় করতে চান ৷ কিন্তু তিনি একই সঙ্গে নিজের বিবাহিত জীবন থেকে পিছু হাঁটতে চাইবেন না ৷ এক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ৷ ভেবে দেখুন, যে নারী তাকে বিয়ে করেছেন তিনি তার জীবনে কতটা ঠকেছেন ৷ এক্ষেত্রে আপনার নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে ওই মহিলার জায়গায় আপনি নেই ৷

যে বিবাহিত পুরুষকে আপনি খুব একটা বেশি চেনেন না তাকে যে আপনার ভাল লাগছে৷ কিন্তু ওই মানুষটি নিজেকে যেমন ভাবে প্রদর্শন করেন তিনি আদৌ সেকরম কিনা সে বিষয়ে আপনি নিশ্চিত নন৷ সেকারণেই আপনি তাকেই সেরা পুরুষের তকমা দিতে পারেন না৷ সেকারণেই তাকে চেনার পিছনে নিজের সময় ব্যয় না করে নিজের মনের মানুষটিকে খুঁজুন৷
বিবাহিত পুরুষের প্রেমে পরা একেবারেই অপরাধ নয়৷ কিন্তু যদি এমন হয় যে আপনার কেবল বিবাহিত পুরুষই ভাল লাগে তবে সেক্ষেত্রে চিন্তার বিষয় রয়েছে৷ এক্ষেত্রে নিজের বিবেকের সঙ্গে বোঝাপড়া করুন৷ কি কারণে আপনার এমন মনে হয় সেটা খুঁজে বের করুন৷ নিজের কাছে নিজের মনভাবকে আগে পরিষ্কার

 

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ