বাঞ্ছারামপুর ঢোলভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর উদ্ধোধন
এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা খোশকান্দি কানাইনগর ঢোলভাঙ্গা নদীর উপর সংযোগ সেতুর আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম ।এলজিইডির ৭ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঢোল ভাঙ্গা নদীর উপর সেতু উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ সমবায় ব্যাংকের সভাপতি মহিউদ্দিন মহি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম বকুল, স্ব্চ্ছোসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান ভুইয়া । সেতুটি নির্মাণ হওয়ায় দক্ষিন পশ্চিম এলাকার প্রায় দেড় লাখ মানুষ রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে ।