নতুন তারহীন অ্যাডাপ্টর
আন্তর্জাতিক ডেস্ক :যেকোনো স্পিকারকে তারহীন ব্লুটুথ স্পিকারে রূপান্তরের নতুন একটি যন্ত্র পাওয়া যাচ্ছে। লজিটেকের এই অ্যাডাপ্টর ব্যবহার করা যাবে আরসিএ প্লাগের স্পিকার ও হোম থিয়েটারের সঙ্গে। ফলে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার থেকে স্পিকার নিয়ন্ত্রণ করা যাবে। এটি ৫০ ফুট দূরত্বের মধ্যে কাজ করবে। কম্পিউটার সোর্সের আনা এ যন্ত্রের দাম তিন হাজার টাকা।