শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

YouTube-logoইন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখার সুযোগ দিচ্ছে গুগল। গুগলের স্মার্টফোন বাজারে আসছে, আর এ জন্যই ক্রেতাদের এ উপহার দিচ্ছে গুগল। তবে শুরুতেই এ সুবিধা ভোগ করবেন কেবল ভারতের গুগল ফোন ব্যবহারকারীরা।গুগলের পক্ষ থেকে এ ধরনের অফলাইনে ইউটিউব দেখার সুবিধা এই প্রথম দেয়া হচ্ছে।সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে গুগলের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।গুগল ফোন ব্যবহারকারীরা ওয়াইফাই সংযোগ ব্যবহার করে ইউটিউবের ভিডিও স্টোর করতে পারবেন এবং পরে ইন্টারনেট ছাড়াই তা দেখতে পাবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পর সারা বিশ্বেই এ সুবিধা পাওয়া যাবে। তবে কবে থেকে তা জানানো হয়নি।