শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন

trainnn-150x150অনলাইন ডেস্ক :  ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি নুরুল আমীন জানান, সন্ধ্যা ৬টার দিকে চলন্ত অবস্থায় ট্রেনটির পেছনের বগিটি বিচ্ছিন্ন হয়ে লাইনের উপর রয়ে যায়। এ অবস্থায় ট্রেনটি কয়েক কিলোমিটার চলে যাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে আবার চালক ট্রেনটিকে পেছনের দিকে এনে বগিটির সঙ্গে যুক্ত করেন।