রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে চাকরি পেতে যা যা জানা দরকার

onlineডেস্ক রিপোর্ট : অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের কাজ অনলাইনেই সম্পন্ন করে থাকেন৷ফলে অনেক ক্ষেত্রে চাকরির আবেদন পূরণের পাশাপাশি ভিডিও সাক্ষাৎকারও দিতে হয় অনলাইনে। অনলাইনে অনেক চাকরি প্রার্থী হয়তো অনেক ক্ষেত্রেই অজ্ঞ। তবে এক্ষেত্রে যা কিছু আপনার জানা উচিত তা জানতেই হবে।

ভিডিও সাক্ষাৎকার নেয়ার সময় অনেক প্রতিষ্ঠান স্কাইপে বা গুগল হ্যাংআউটের মতো মাধ্যম ব্যবহার করেন৷ কারো কারো নিজস্ব সফটওয়্যারও রয়েছে৷তবে মাধ্যম যাই হোক না কেন, সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি অনেক গুরুত্বপূর্ণ৷ ভিডিও সাক্ষাৎকার বলে হেলা করার কিছু নেই৷
তবে এ ক্ষেত্রে প্রস্তুতি কেমন হওয়া উচিত জার্মান বিশেষজ্ঞরা তারই একটি তালিকা তৈরি করেছেন৷
আগে ভালোভাবে জেনে নিন : যে প্রতিষ্ঠান আপনার সাক্ষাৎকার নেবে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিন৷ তারা ঠিক কখন, কিভাবে, কোন মাধ্যম ব্যবহার করে সাক্ষাৎকার নেবে সেটা জানা জরুরি৷ তাহলে প্রস্তুতিটাও সহজ হয়৷
প্রোফাইল ঠিক করুন : আপনার স্কাইপ বা গুগল অ্যাকাউন্ট ঠিকঠাক আছে তো? মানে প্রোফাইল ছবিটি কেমন? যদি সেটা সর্বশেষ পার্টির হয়ে থাকে তাহলে বদলে ফেলুন৷ বরং এখানে জুড়ে দিন একটি হালনাগাদ, শোভন ছবি৷পাশাপাশি চাকরি বদলের আগ্রহের কথা আগেভাগেই ইন্টারনেটে লেখার দরকার নেই৷ এটা বরং গোপনই রাখুন৷
সুনির্দিষ্ট উত্তর দিন : ভিডিও সাক্ষাৎকারের সময় অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন৷ বরং আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে, অল্প কথায় সেটির উত্তর দিন৷প্রশ্নের উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে দেয়ার চেয়ে সোজাসুজি দিন৷বাড়তি কথার দরকার নেই৷
২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরু করা শিক্ষক ডটকমে কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞানসহ নানান বিষয়ে বাংলায় লেকচার পাওয়া যায়৷ তাদের কার্যক্রমের জন্য সাইটটি এরই মধ্যে ডয়চে ভেলে, গুগল, ইন্টারনেট সোসাইটি ও আইএসআইএফ থেকে পুরস্কার পেয়েছে৷ বিস্তারিত: িি.িংযরশশযড়শ.পড়স ৷
প্রয়োজন অনুযায়ী পোশাক : স্কাইপে সাক্ষাৎকার দিচ্ছেন বলে যেনতেন পোশাক পরে কম্পিউটারের সামনে বসে থাকবেন না৷ বরং চাকরির অবস্থান অনুযায়ী পোশাক বাছাই করুন৷
ওয়েবক্যাম ব্যবহারে সতর্কতা : আপনার ওয়েবক্যাম আপনাকে ছাড়াও আরো অনেক কিছু দেখাতে সক্ষম৷ বিশেষ করে আপনার ব্যাকগ্রাউন্ডে বিরক্তিকর কিছু থাকলে তা সাক্ষাৎকার নেয়া ব্যক্তিকে বিরক্ত করতে পারে৷ তাই সাধারণ, সাধাসিধে ব্যাকগ্রাউন্ড বেছে নিন৷ আলোর ব্যাপারটিও গুরুত্বপূর্ণ৷ এমনভাবে আলোর ব্যবস্থা করুন, যাতে সেটা হালকাভাবে আপনার চেহারার ওপর পড়ে৷আলো সামনের দিক থেকে হলে ভালো৷ যদি আপনার পেছনে কোনো বাতি জ্বলে তাহলে আপনাকে ভিডিওতে ঠিকভাবে দেখতে পাবেন না চাকরিদাতা৷
সরাসরি তাকান : এই কাজটা কঠিন৷তবে প্রয়োজনে বন্ধুদের সঙ্গে আগে চেষ্টা করে নিতে পারেন৷চাকরির সাক্ষাৎকার দেয়ার সময় সরাসরি ওয়েবক্যামের দিকে তাকিয়ে কথা বলুন৷ তাহলে অপর পাশে যিনি বা যারা আছেন, তারা মনে করবেন যে, আপনি তাদের দিকে তাকিয়েই কথা বলছেন৷এটা ভদ্রতা৷ আর খেয়াল করবেন, ক্যামেরাটি যেন আপনার চোখের সমান দূরত্বে থাকে৷
পরিশ্রম হলেও বিরক্ত হবেন না : ভিডিও সাক্ষাৎকারেও আপনাকে প্রশ্নবানে জর্জরিত করা সম্ভব৷অনেক চাকরিদাতা তেমনটা করতেও পারেন৷এতে অবশ্য বিরক্ত হলে চলবে না৷ বরং মাথা ঠা-া রেখে উত্তর দিয়ে যান৷আপনার ধৈর্যও কিন্তু চাকরির জন্য জরুরি৷

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪