বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি বিনিয়োগকারীরা আশুগঞ্জে

Ashugonj-economic-area-picff650১৮ সদস্য বিশিষ্ট জাপানি বিনিয়োগকারী একটি বিশেষ প্রতিনিধিদল প্রস্তাবিত আশুগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে।মঙ্গলবার দুপুরে জাপান সরকারের আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) ও বাংলাদেশ উন্নয়ন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সমন্বিত প্রতিনিধি দলটি আশুগঞ্জে যান।প্রতিনিধিদল ঢাকায় ফিরে এ ব্যাপারে মতামত পেশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার দেশের বেশ কয়েকটি স্থানের মত ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার সদর ও তালশহর ইউনিয়নের ৩শ’ ২৮ একর এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে।

প্রস্তাবিত এ অঞ্চলটি সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে ১৮ সদস্যের জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জ পৌঁছলে স্থানীয় প্রশাসন অভ্যর্থনা জানিয়ে প্রকল্প এলাকায় নিয়ে যান। পরে প্রতিনিধিদল প্রকল্পের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন প্রতিনিধিদলকে প্রকল্প এলাকার ম্যাপ ও সরেজমিনে প্রকল্প এলাকা সর্ম্পকে অবগত করেন।

১৮ সদস্য বিশিষ্ট জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে সার্বিক সমন্বয়ে ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপক (উপ-সচিব) মো. মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আক্তার উন নেছা শিউলি, জাইকার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ইয়াসুহিকো ইয়গি ও সহকারি প্রোগাম অফিসার কানিজ ফাতেমা।

বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপক (উপ-সচিব) মো. মিজানুর রহমান বাংলামেইলকে জানান, প্রস্তাবিত অনেক অঞ্চলের মতো এ অর্থনৈতিক অঞ্চলটি সরেজমিনে পরিদর্শনে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদল এসেছে। ঢাকায় ফিরে প্রতিনিধিদল এ ব্যাপারে মতামত জানাবে বলে আশা করেন এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

নতুন ট্রেন্ড ‘মাউথ টেপিং’ কি জেনে-বুঝে করছেন?

৬০০ বছর আগের বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান সম্ভব?

ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি : এনসিপি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে