বাংলাদেশ যা কিছু পেয়েছে তা কেবল আওয়ামী লীগের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরো পরিবারকে ‘খুনি’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেছেন, তার (খালেদা) স্বামী খুনি, তিনি নিজে খুনি, তার ছেলে খুনি, গোটা পরিবারই খুনি।শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ক্যু করে ক্ষমতায় এসেছিলেন। ক্যু কারা করেন যারা খুনি তারাই ক্যু করেন। আওয়ামী লীগের রক্ত তাদের হাতে লেগে আছে।
শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি নেত্রী গাড়িতে পেট্রোল বোমা মেরে, আগুন দিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করেছে। তার নির্মমতা থেকে শিশু পর্যন্ত রেহাই পায়নি।
খালেদা জিয়ার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের সমালোচনা করে হাসিনা বলেন, বিএনপি নেত্রী ভুল সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেননি। ভুল করে উনি এখন অন্যের কাছে কান্নাকাটি করছেন। দেশের সুনাম নষ্ট করছেন। শেখ হাসিনার দাবি, দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পর আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছিল। কারণ, আওয়ামী লীগ হলো হীরার টুকরা। যতই কাটবে ততই রশ্মি বের হবে।বাংলাদেশ যা কিছু পেয়েছে তা কেবল আওয়ামী লীগের জন্যই পেয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই আওয়ামী লীগের বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন সময় নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয়েছে এই আওয়ামী লীগকেই।
তিনি আরো দাবি করেন, জিয়া হত্যার পর একমাত্র আমিই প্রথম বিবৃতি দিয়েছি। তিনি যখন খুন হন, তখন আমি সিলেটে ছিলাম, গিয়েছিলাম মাজার জিয়ারতে। ফেরার সময় শুনি ‘ক্যু’ হয়েছে, জিয়াকে হত্যা করা হয়েছে। তখন দেশের এমন অবস্থা কেই মুখ খোলেনি। আমি বিবৃতি দিয়েছিলাম। কারন আমি চেয়েছিলাম দেশে আবার এই অযুহাতে মার্শাল ল না আসে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি প্রশ্ন করেছেন আমি ছিলাম কই? আমি যদি প্রশ্ন করি আপনার ভূমিকা কি ছিল। স্বামী হত্যার পর এরশাদ একটি বাক্স নিয়ে এলো। আপনি তার কাছ থেকে বাড়ি গাড়ি নিয়ে সব ভুলে গেলেন। এরপর অনেক দিন পরে এসে বললেন এরশাদ খুনি। আপনিতো স্বামীর মুখ দেখতে চাননি।
আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী প্রমুখ নেতারা বক্তব্য দেন।