মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক বিএনপিকে কুপরামর্শ দিচ্ছেন, দাবি নাসিমের

লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুপরামর্শ দিয়ে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দেন তাঁর দলকে বাঁচাতে হলে তিনি যেন তারেককে বিএনপি থেকে বিদায় দেন।



আজ রোববার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এ পরামর্শ দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে অংশ নেওয়া জাতীয় পার্টি (জেপি) দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি নেতারা) বলছেন—আমাদের ঝেঁটিয়ে বিদায় করবেন। তাই বেগম জিয়াকে বলতে চাই, আপনার সঙ্গে থেকে যাঁরা আপনাকে কুপরামর্শ দিচ্ছেন তাঁদের ঝেঁটিয়ে বিদায় করুন।’

নাসিম বলেন, ‘একজন নেত্রী বলেছেন, আমরা পচে গেছি। পচন তো তাদের (বিএনপি) মধ্যে ঢুকে গেছে। গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তিনি (খালেদা) আজকে এসব কথা বলছেন।’ তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে আজকে দেশ পরিচালনায় শেখ হাসিনার সঙ্গে মানিক মিয়ার যোগ্য উত্তরসূরি আনোয়ার হোসেন মঞ্জুও আছেন। একই সঙ্গে দেশ পরিচালনা করছেন।’

মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাসিম বলেন, ‘মানিক মিয়ার কলম এসএমজির চেয়েও শক্তিশালী ছিল। এ কলম বঙ্গবন্ধুর হাতে ছিল বলেই তিনি স্বাধীনতাযুদ্ধে বিজয়ী হয়েছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।’

জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি, জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজমুন নাহার, ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি