ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ নেতা আহত
প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকা আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এ শহরের পুনিয়াউট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। আহত ছাত্রলীগ নেতার স্বজনরা জানান, রাতে পুনিয়াউট এলাকায় একটি মোটরসাইকেলে করে দু’জন দুর্বৃত্ত এসে জালালকে গুলি করে পালিয়ে যায়। এতে জালাল গলা ও পেটে গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় তার অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার শেষে সদর হাসপাতালের চিকিৎসক আবু সাইদ সাংবাদিকদের জানান, খোকার গলার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক বের হয়ে গেছে। এতে তার শ্বাসনালী ছিদ্র হয়ে যাওয়ায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়েছে। খোকাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে, ঘটনায় শহরে একাধিক মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি খোকা স্থানীয়দের নিয়ে শহরে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা এ ঘটনা ঘটাতে পারে।