ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নারী কর্নার ও তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন
ডেস্ক রির্পোট : নারী সেবা গ্রহীতাদের সহজে তথ্য ও সেবা পেতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নারী কর্নার চালু করা হয়েছে।
রবিবার পৌর ভবনের দ্বিতীয় তলায় উক্ত নারী কর্নারের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, সকল সেবা গ্রহীতার জন্য পৌরসভার দার উমুক্ত হলেও পৌরসভার বিভিন্ন কাজে এসে নারী সেবা গ্রহীতারা সঠিক তথ্য না জানার কারণে প্রাশই বিরম্বনার শিকার হন।
এই বিরম্বনা দুর করার লক্ষে এই নারী কর্নার চালু করা হল। এখান থেকে নারীরা সহজেই তাদের সেবা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা গ্রহন করতে পারবেন। তিনি সকল নারীদের এই সেবা নিয়ে পৌরসভার উন্নয়নে অংশিদার হওয়ার আহবান জানান।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপ টু প্রকল্পের ফ্যাসিল্যেটর ফারহানা তাহির, কর নির্ধারক মজিবুর রহমান, সহকারি কর নির্ধারক এস. এম আলম প্রমুখ।