পদ্মা সেতুর কাজ পাচ্ছে চায়না মেজর ব্রিজ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজ পেতে যাচ্ছে। পদ্মা সেতুর কাজ শুরুর জন্য অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয়। অন্য দুই প্রতিষ্ঠান অংশ না নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সবকিছু বলা সম্ভব নয়। তবে এর পেছনে বাইরের ষড়যন্ত্র রয়েছে।
সেতু বিভাগের তথ্যমতে, পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয় গত বছরের ২৬ জুন। কারিগরি প্রস্তাব জমা দেয়ার শেষ সময় ছিল ৯ সেপ্টেম্বর। তবে ঠিকাদারদের অনুরোধে চার দফা সময় বাড়ানো হয়। ৯ জানুয়ারি কারিগরি প্রস্তাব জমা দেয়ার পর যাচাই-বাছাই শেষে তিন প্রতিষ্ঠানকেই যোগ্য ঘোষণা করা হয়। আর্থিক প্রস্তাব চাওয়া হয় ৬ মার্চ। প্রথমে চার সপ্তাহ সময় দিলেও ঠিকাদারদের দাবিতে তা আরো তিন সপ্তাহ বাড়ানো হয়। এ হিসাবে গতকাল ছিল আর্থিক প্রস্তাব জমার শেষ দিন।
যদিও আর্থিক প্রস্তাব জমার সময় বাড়াতে ২০ ও ২২ এপ্রিল চিঠি দেয় দক্ষিণ কোরিয়ার দুই প্রতিষ্ঠান। স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন ১০ সপ্তাহ ও ডেলিম-এলঅ্যান্ডটি জেভি ১১ সপ্তাহ সময় বাড়ানোর দাবি জানায়। তবে পদ্মা সেতু প্রকল্পের ক্রয় পরামর্শক প্রতিষ্ঠান এইকম ও দরপত্র মূল্যায়ন কমিটি তাতে সম্মত হয়নি।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আইন অনুযায়ী আমরা ঠিক পথেই আছি। ক্রয় পরামর্শক ও মূল্যায়ন কমিটির মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে পদ্মা সেতু প্রকল্পে একটিমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে শঙ্কিত দরপত্র মূল্যায়ন কমিটির একাধিক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে কমিটির একাধিক সদস্য বলেন, এমনিতেই পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে তিনটি প্রতিষ্ঠান ছিল। এখন দুটি না আসায় কোনো প্রতিযোগিতাই থাকছে না। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পে চীনা ঠিকাদারদের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সুখকর নয়। এ কারণে আরো সময় দিয়ে অন্য দুই প্রতিষ্ঠানকে আনা উচিত ছিল।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল হক এ প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক দরপত্রে অন্তত পাঁচজন ঠিকাদার থাকা উচিত। এতে সুষ্ঠু প্রতিযোগিতা হয়, নির্মাণকাজও ভালো মানের হয়। তবে পদ্মা সেতুতে তিনজন ঠিকাদার থাকায় সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা ছিল। এখন দুজন না আসায় প্রকল্পটির ভবিষ্যত্ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠতে পারে।
পদ্মা সেতু প্রকল্পের অন্য তিন অংশ জাজিরা সংযোগ সড়ক, মাওয়া সংযোগ সড়ক ও সার্ভিস এলাকা ২-এর নির্মাণকাজ এরই মধ্যে শুরু হয়েছে। এ তিন অংশের ঠিকাদার হিসেবে কাজ করছে মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠান এএমএল-এইচসিএম। এ তিন অংশের পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বুয়েট। এছাড়া প্রকল্প এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। -বি.বার্তা