বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন জায়গায়ও ভাসমান বস্তুর খোঁজ মিলেছে

5335874fdd161-malaysia-plane-1ভারত মহাসাগরের নতুন জায়গায় তল্লাশি চালিয়ে আরও কিছু ভাসমান বস্তুর খোঁজ পেয়েছে পাঁচটি বিমান। ভাসমান বস্তুগুলো নীল ও সাদা রঙের। আকৃতি আয়তাকার। আগামীকাল শনিবার ঘটনাস্থলে চীনের একটি জাহাজ পৌঁছাবে। তখন ভাসমান বস্তুগুলোর ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যাবে।



বিবিসিতে প্রকাশিত খবরে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এ এমএসএ) এক বিবৃতিতে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।



এমএসএ বিবৃতিতে আরও জানায়, নিউজিল্যান্ডের বিমানবাহিনী প্রথম সাগরের ওই নতুন জায়গায় ভাসমান বস্তুগুলো চিহ্নিত করে। অনুসন্ধানকাজে নিয়োজিত অস্ট্রেলিয়ার একটি বিমান দুটি নীল রঙের অথবা ধূসর রঙের আয়তাকার বস্তু চিহ্নিত করে। পরে তল্লাশিকাজে নিয়োজিত বাকি তিনটি বিমানও একই ধরনের বস্তুর খোঁজ পাওয়ার খবর জানায়।

এরআগে এমএসএর এক বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর অনুসন্ধান করার জায়গা বদল করা হয়েছে। ভারত মহাসাগরের আগের যে জায়গায় বিমানটির অনুসন্ধানের কাজ চলছিল, সেখান থেকে ১ হাজার ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে তল্লাশির কাজ চলছে। রাডারে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তল্লাশির ওই জায়গা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে এমএসএ। রাডারে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি অনেক দ্রুতগতিতে যাচ্ছিল। জ্বালানি দ্রুত শেষ হয়ে যাওয়ায় বিমানটি সাগরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ১ হাজার ৮৫০ কিলোমিটার পশ্চিমে নতুন ওই জায়গায় বিমান অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। সাগরের ৩ লাখ ১৯ হাজার কিলোমিটার এলাকাজুড়ে চলছে তল্লাশির কাজ।

মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি সাগর বক্ষে ডুবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে মালয়েশিয়া। এই দাবির পক্ষে তথ্য-উপাত্ত চেয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার ভারত মহাসাগরে ৩০০টি ভাসমান বস্তুর ছবি দেখা গেছে। মহাসাগরের দক্ষিণাঞ্চলের একাংশে থাইল্যান্ডের একটি স্যাটেলাইটে ভাসমান বস্তুর ছবি ধরা পড়ে। গত বুধবার ফ্রান্সের একটি স্যাটেলাইটে সাগরে ভাসমান ১২২টি বস্তুর ছবি পাওয়ার কথা জানা যায়। তবে উদ্ধার করা যায়নি কোনো বস্তুই। সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। এরপর আজ আবার বিমানটির তল্লাশির জায়গা পরিবর্তন করা হলো।

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত শনিবারের মধ্যে

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক