মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সঞ্জয় দত্তের বায়োপিকে নাম ভূমিকায় রণবীর কাপুর!

533171f1c6447-Sanjay-Duttঅস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের বর্ণাঢ্য জীবন নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির নির্মাতা রাজকুমার হিরানি। শোনা যাচ্ছে, ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘রকস্টার’ তারকা রণবীর কাপুর।



মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয়।



ভক্তদের হূদয়ে বলিউডের তারকাদের আসন এতটাই উঁচুতে যে, প্রিয় তারকার ব্যক্তিজীবনের ভুল-ত্রুটি আমলে নিতে চান না তাঁরা। কিন্তু প্রতিটি মানুষকেই তাঁর ভুলের মাশুল দিতে হয়। সঞ্জয়কেও তাঁর ভুলের মাশুল দিতে হচ্ছে। সামাজিক অবস্থান কিংবা তারকাখ্যাতির প্রভাব খাটিয়ে জেলের ঘানি টানা থেকে দূরে থাকতে পারেননি সঞ্জয়। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত বছরের ২১ মার্চ তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। বর্তমানে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী আছেন তিনি।



সঞ্জয়ের ঘটনাবহুল জীবন নিয়ে রাজকুমার হিরানির ছবি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে চান সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্ত। তিনি চাইছেন সঞ্জয় দত্ত প্রোডাকশনের ব্যানারেই ছবিটি নির্মিত হোক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।



বর্তমানে আমির খান অভিনীত ‘পিকে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন এর পরিচালক রাজকুমার হিরানি। ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো কাজ তিনি হাতে নেবেন না। সঞ্জয়ের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া কবে তিনি শুরু করতে পারবেন, তা নির্ভর করছে ‘পিকে’ ছবির কাজ শেষ হওয়ার ওপর।



এদিকে, বরাবরই নিজেকে সঞ্জয় দত্তের বিশাল একজন ভক্ত হিসেবে দাবি করে এসেছেন রণবীর কাপুর। প্রিয় অভিনেতার চরিত্রে অভিনয়ের আগে নিঃসন্দেহে ব্যাপক প্রস্তুতি নিতে হবে বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা রণবীরকে।

এ জাতীয় আরও খবর

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মিয়া মুন্সি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

‘ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস, তেমনই শুনলাম’

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

সোনার দাম বেড়েছে ভরিতে ১৬৬৬ টাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিআইডিএস গবেষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার