মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্য গুদামের শুভ উদ্ভোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এড: ছায়েদুল হক

imagesনাসিরনগর,প্রতিনিধি :: শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ১ হাজার মে:টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম কাজের শুভ উদ্ভোধন অনুষ্ঠান গুদাম মাঠে অনুষ্ঠিত হয়। 



উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত  উদ্ভোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এড: ছায়েদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিপ্তরের মহা পরিচালক আহমেদ হোসেন খাঁন, খাদ্য অধিপ্তরের প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হোসেন।



অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজা মোঃ মহসিন, বিশেষ অতিথিকে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আবুল হোসেন এবং সভাপতিকে সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন ফুল দিয়ে বরণ করে নেন। 



আলোচনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বশীর আল হেলাল,আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা।

এ জাতীয় আরও খবর