সাকিব ও জারদানের জরিমানা
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসান ও আফগানিস্তানের ক্রিকেটার দওলাত জারদানকে।
জানা গেছে, বাংলাদেশ ইনিংসের নবম ওভারের চতুর্থ বলটির ফলো থ্রুতে জারদান ইচ্ছাকৃতভাবে সাকিবের শরীরে ধাক্কা দিলে সাকিবও পাল্টা ধাক্কা দেন।
এ ঘটনায় অনফিল্ড আম্পায়াররা এই দুই ক্রিকেটারের ওপর অভিযোগ আনেন।
ম্যাচ শেষে সাকিব ও জারদান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানি ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।