রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট গ্রহণ শুরু, উত্তেজনা

15153_upojelaতৃতীয় দফায় ৮১ উপজেলায় নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে এসব এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আগের দুই দফায় বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়াসহ ভোটারদের অবাধ ভোট প্রদানে বাধা দেয়ার ঘটনার পর তৃতীয় দফায় ভোট গ্রহণ নিয়েও অধিকাংশ স্থানে চলছে উত্তেজনা। ইতিমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ভোট কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। সেখানে সোহেল নামে ১৯ দল সমর্থিত এক প্রার্থীর এজেন্টকে লাথি মেরে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। এছাড়া পুলিশ, র‌্যাবসহ আনসার সদস্যদের নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আগের দুই দফায় ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও বিএনপি-জামায়াত সমর্থকরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে বিজয়ী হয়