আমি সাধারণ মানুষের ভালবাসার মাঝে বেঁচে থাকতে চাই- হাজী এমরানুর রেজা
৮ই মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দ এমরানুর রেজার সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা বাজার বরিশল বাজার, বাসুদেব বাজার, চিনাইর বাজার, হাজী এমরানের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পৈরতলা বাসীর পক্ষে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, সৈয়দ পিয়াস আনোয়ার হোসেন,আলী আকবর ব্যাপারী, মোঃ ইউসুফ, মোঃ হান্নান, সৈয়দ তনময়, মিন্টু মিয়া। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। এলাকার মুরুব্বীরা বলেন, উনি ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার প্রথম চেয়ারম্যান বিশাল ভোটে নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান থাকার সময় তিনি অনেক রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেন।