সরাইলে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে অনিয়মের অভিযোগ
সরাইলে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন মোঃ কাউছার মিয়া নামেরএক প্রার্থী। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ পত্র জমা দেওয়া হয়েছে। দুই সদস্যের তদন্ত কমিটিকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও। অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ওই পদে আবেদন করে ক্যাচমেন্ট এলাকার বাসিন্ধা দরিদ্র পরিবারের সন্তান মোঃ কাউছার মিয়া। একটি অসাধু মহল চক্রান্ত করে কাউছারকে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়নি। ষড়যন্ত্র করে তারা তাদের পছন্দের লোককে নিয়োগ দিয়েছেন। মোঃ কাউছার মিয়া জানায়, আমাকে ইচ্ছে করে পরীক্ষায় অংশ গ্রহন করা থেকে বিরত রেখেছে। আমি এ অনিয়মের বিচার চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম মৃধা বাবুলের মুঠোফোনে (০১৮৫৬—–) একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।