মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শামীমা আক্তার রিনা

1প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারও প্রার্থী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীমা আক্তার রিনা। শামীমা আক্তার রীনা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন ক্রীড়া সেবামূলক সংগঠনে সম্পৃক্ত রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক , ব্রাহ্মণবাড়িয়া মহিলা সংস্থার কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক মহিলা সম্পাদিকা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারী,ক্ষুধা দারিদ্র ও সামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ শামীমা আক্তার রিনা প্রতিবন্ধীদের সেবায় অন্যন্য ভূমিকা রেখে আসছেন । তিনি ২০০৭ সালে স্পেশাল অলিম্পিকস এ কোচ হিসেবে চীনের সাংহাইতে অংশগ্রহণ করেন। শামীমা আক্তার রিনা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর