আখাউড়া সীমান্তে রেড অ্যালার্ট
ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে গুলি করে জেএমবির তিন শীর্ষ ক্যাডার ছিনতাইয়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার সকাল থেকে জেলার মোট ৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় এ অবস্থা জারি করা হয়।
আখাউড়া চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা জানান, চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কড়াকড়ি করা হয়েছে। বাড়ানো হয়েছে সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা।
আখাউড়া আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার সাঈদ বলেন, ‘জেএমবি সদস্য ছিনতায়ের ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা ও সীমান্তে টহল বাড়ানো হয়েছে।’