জঙ্গি সালেহীন ও বোমা জাহিদকে ধরতে ৫ লাখ টাকা পুরুষ্কার ঘোষনা
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশালে গতকাল পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে পালিয়ে ২ জঙ্গি সালাউদ্দিন ও মিজানকে ধরতে ৫ লাখ পুরুষ্কার ঘোষণা করেছে পুলিশ বিভাগ। ঘটনার ২৪ ঘন্টা পরও ওই দুই জঙ্গির খোঁজ না পেয়ে পুরুষ্কারের অংক বাড়ানো হয়েছে।
এদিকে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুর আহছান আজ সোমবার দুপুরে জানান, জেএমবি সদস্য সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের সন্ধান এখনো মেলেনি। পুলিশ বিভাগ কেউ তাদের ধরিয়ে দিলে অথবা সন্ধান দিতে পারলে ৫ লাখ টাকা পুরুষ্কার ঘোষণা করেছে।
অন্যদিকে এর আগে ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই হওয়ার পর পুলিশ বিভাগ থেকে তাদের প্রত্যেকের জন্য ২ লাখ টাকা করে পুরুষ্কার ঘোষণা করা হয়েছিল।