গাছ যখন শত্রু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামের একটি বাগানের ২৩টি লিচু গাছ কে বা কারা নষ্ট করে ফেলেছে। গত শনিবার রাতের কোন এক সময়ে ওই চারা গুলো মাঝখান দিয়ে ভাঙ্গা ও উপড়ে ফেলা হয়। গাছের মালিক মোঃ শহিদুল হক ভূঁইয়া জানান, বাগানের সুপারভাইজার গতকাল রবিবার সকালে এসে দেখেন ওই বাগানের সব কয়টি লিচু চারা নষ্ট করে রাখা হয়েছে। ধারণা করছি গত কয়েকদিন আগে এলাকার সালিসকে কেন্দ্র করে এ ধরণের জঘন্য কাজ করা হয়েছে।