সৌদিতে বাংলাদেশিদের আকামা বদল শুরু
সৌদি আরবে নতুন সিদ্ধান্তের আলোকে রোববার থেকে বাংলাদেশি কর্মীদের আকামা ও পেশা বদল শুরু হচ্ছে। ২০০৮ সাল থেকে এ সুবিধা বঞ্চিত ছিল বাংলাদেশিকর্মীরা।সৌদিতে বাংলাদেশিদের আকামা বদল শুরু
সৌদি গেজেট এক প্রতিবেদনে বলেছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং যাদের অপরাধের রেকর্ড রয়েছে, তারা এ সুবিধা পাবেন না। সাধারণ ক্ষমার অধীনে প্রায় ৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে বৈধতা পেয়েছেন।
সৌদি আরব ২০০৯ সাল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ ব্যাপকহারে কমিয়ে দিয়েছে।
গত বছর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে রিক্রটিং প্রক্রিয়া যাচাই করে গেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আকামা ও পেশা বদলের সুযোগ হলো সৌদি শ্রমবাজার খোলার প্রথম পদক্ষেপ।