দিন যার জয় তার
২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে ম্যাচ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। ঠিক ৮ বছর পর এই স্টেডিয়ামের ইতিহাসে যুক্ত হচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এবারও বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। আজকের লড়াই নিয়ে টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা বেশ আশাবাদী। ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে দিন যার জয়ও তার। তাই লঙ্কানরা টি- টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও দশ নম্বরে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক তা নিয়ে তেমন চিন্তিত নন। তিনি বলেন, টি-২০ এমন একটি খেলা যেদিন মাঠে যারা ভালো তাদের সুযোগটা বেশি থাকে। আমরা আশাবাদী, কালকে (আজ) ভালো লড়াই করতে পারবো।’ লঙ্কান টি-টোয়েন্টি দলের তরুণ অধিনায়ক দীনেশ চাণ্ডিমালও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশকে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে কোন ভাবেই খাটো করে দেখছি না। বিশেষ করে ক্রিকেটের শর্ট ফরমেটে। এছাড়াও বাংলাদেশ দলে ব্যাটিং ও বোলিংয়ে বেশ ভাল কয়েক জন ক্রিকেটার আছে। যেমন সাকিব, তামিম। তবে আমাদের লক্ষ্য সিরিজ জেতা।’
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। একটি ২০০৭ সালে অন্যটি ২০১৩ সালে লঙ্কান মাটিতে। দুটিতেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে তাও আবার প্রথমবার দেশের মাটিতে। তবে এই সিরিজের আগে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছে ইনজুরি। টেস্ট সিরিজে হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহীম। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মতুর্জা। শুধু তাই নয়, দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সে সঙ্গে ঘাড়ের ইনজুরির কারণে এখন মাঠে নামা অনিশ্চিত। ওপেনার শামসুর রহমানও জ্বরে ভুগছেন। তবে দলে জায়গা করে নিতে প্রস্তুত তিন তরুণ। তারা হলেন উইকেটকিপার ব্যাটসম্যান মিথুন আলী, আরাফাত সানি ও সাব্বির রহমান। তবে তামিম খেলতে না পারলে তার জায়গাতে ওপেন করতে নামতে পারেন এনামুল হক বিজয়। আর মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে সাব্বিরেরও হতে পারে অভিষেক। অন্যদিকে ২০১১ সালে বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ফরহাদ রেজা ফিরতে পারেন মূল একাদশে। দলের নতুন-পুরানোদের নিয়ে আশাবাদী অধিনায়ক মাশরাফিও।
বাংলাদেশের বিপক্ষে এ সিরিজটিকে বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক দীনেশ চাণ্ডিমাল। আর তাই কোন ঝুঁকি না নিয়ে তিনি সেরা একাদশই নামাতে প্রস্তুত। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা সুযোগ। আমাদের হাতে দুটি ম্যাচ আর খেলছি বিশ্বকাপের ভেন্যুতেই। তাই আমাদের লক্ষ্য এখান থেকে যতটুকু সম্ভব সুবিধা আদায় করে নেয়া। যেহেতু আমাদের হাতে মাত্র দুটি ম্যাচ তাই কোন দল নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা না করে সেরা একাদশই নামাতে চাই।’
উইকেট নিয়ে তেমন ভাবনা নেই দুই দলের অধিনায়কের। বাংলাদেশ এই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলছে সেই সঙ্গে শ্রীলঙ্কাও। তাই আগে ব্যাট করে যে যত বেশি রান করতে পারে সেটাই তাদের লক্ষ্য। আর আগে বল করতে নামলে প্রতিপক্ষকে যত কমে বেঁধে ফেলা যায় তা নিয়েও দুই দলের অধিনায়ক প্রস্তুত। উইকেট নিয়ে চাণ্ডিমাল বলেন, ‘উইকেট খুবই ভাল। তবে কালকে (আজ) সকালের কন্ডিশনের উপর সবকিছু নির্ভর করছে।’
টি-টোয়েন্টিতে দুই দল
বাংলাদেশ শ্রীলঙ্কা
ম্যাচ ৩১ ৫৮
জয় ৯ ৩৪
হার ২২ ২২
ফলহীন ০ ১
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
২০০৭ সাল দক্ষিণ আফ্রিকা (জোহানেস বার্গ): টস: বাংলাদেশ (ফিল্ডিং), শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৭/৫ (জিহান মুবারক ৩১, জয়াবর্ধনে ৩০, থারাঙ্গা ২৩, আবদুর রাজ্জাক ১/২০, সাকিব ১/২২, মাশরাফি ১/৩৯), বাংলাদেশ: ১৫.৫ ওভারে ৮৩ (আফতাব আহমেদ ১৮, নাদিফ চৌধুরী ১৮, মাহমুদুল্লাহ ১৬, জয়সুরিয়া ২/৪, ভাস ২/১৪, ফারনান্দো ২/২১), ফল: বাংলাদেশ ৬৪ রানে পরাজিত। ম্যাচ সেরা: ফারনান্দো (শ্রীলঙ্কা)
২০১৩ সাল শ্রীলঙ্কা (ক্যান্ডি, পালেকেলে), টস: বাংলাদেশ (ফিল্ডিং), শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৯৮/৫ (পেরেরা ৬৪, মেন্ডিস ৩৭, ম্যাথিউস ৩০, মাহমুদুল্লাহ ১/২৮, সোহাগ গাজী ১/৩০) আবদুর রাজ্জাক ১/৩৯ ), বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭, (মো. আশরাফুল ৪৩, মুশফিকুর রহীম ৩৯, মাহমুদুল্লাহ ৩১, পেরেরা ২/২৫, ম্যাথিউস ২/৩৭), ফল: বাংলাদেশ ১৭ রানে পরাজিত। ম্যাচ সেরা: পেরেরা (শ্রীলঙ্কা)।