শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কসবায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

las_uddarব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ওই নারী ইমামবাড়ি রেলস্টেশন এলাকায় ট্রেন লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর