বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের মানববন্ধনে এমপি

দেশ ব্যাপি স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের তান্ডব নৈরাজ্য ও সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর হামলা লুটপাট নির্যাতনের প্রতিবাদে সরাইলে গতকাল সকালে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের নিকটে এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তি এনজিও প্রতিনিধি ও সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মানববন্ধনে যোগ দেন। তিনি বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। স্বাধীনতার পক্ষ ও বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা আজ মাতাল হয়ে গেছে। নিজেদের স্বার্থের জন্য তারা আজ ধ্বংসলীলায় মত্ত। অসাম্প্রদায়িক রাজনীতি চালুর উদ্যেশ্যেই দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু জামায়াত তা বাস্তবায়ন হতে দিতে চাইছে না। তারা ধর্মের নামে বোমাবাজি, সন্ত্রাস, লুটপাট, বাড়িঘর ভাংচুর, মানুষ ও সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার মত জঘন্য কাজ করে চলেছে। গত সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে। স্বাধীনতা বিরোধীরা আরো দিশেহারা হয়ে পড়েছে। তারা গাইবান্ধা, নাটোর, লালমনির হাট ও নিলফামারী সহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যা লঘু সম্প্রদায়ের নারী পুরুষের সাথে নিষ্ঠুর নির্মম আচরন করে চলেছে। ঘুড়িয়ে দিচ্ছে তাদের বাড়িঘর। আমরা জামায়াত শিবির তথা স্বাধীনতা বিরোধীদের এমন বর্বর আচরনের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। সেই সাথে এমন তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার ঘোষনা দিচ্ছি। এমপি বলেন, এ দেশের হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ সবাই আমাদের ভাই। নিজেদের বুকের রক্ত দিয়ে হলেও তাদের উপর আর নির্যাতন অত্যাচার করতে দেব না। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন আহমেদ, সরাইল কলেজের সাবেক অধ্যক্ষ সংগঠনের আহবায়ক বায়তুল হোসেন খন্দকার, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হোসাঈন আহমেদ তফছির, মুক্তিযোদ্ধা নূর কুতুবুল আলম, ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন মিল্লাদ ও অনু মাষ্টার প্রমূখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ কামরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ