মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

যৌন নিপীড়নের অভিযোগে আখাউড়ায় শিক্ষক সাময়িক বরখাস্ত

imagesদ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আখাউড়ায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়। যৌন নিপীড়নের শিকার ছাত্রীর পরিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস বলেন, নির্যাতিত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা তাপস কুমার অধিকারী বরাবরে প্রতিবেদন প্রেরণ করায় তিনি অভিযুক্ত শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিকালে শিক্ষক রফিকুল ইসলাম দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।