রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আজকের যুবকদের মনে রাখতে হবে তারাও একদিন বৃদ্ধ হবে

young-people_tcm15-12493পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জন্য প্রয়োজন বাড়তি যতœ। এ সময় তারা বিভিন্ন অসুখে ভুগেন। তাই তাদের প্রতি এ সময় অতিরিক্ত যতেœর প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সমাজে প্রায়ই দেখা যায় যতœ নেয়া তো অনেক দূরের কথা পিতা মাতার সাথেই থাকতে চাই না। তারা বিয়ে করেই বউকে নিয়ে আলাদা সংসার করে চলে যায় অন্যত্র। এদিকে বউ বঞ্চিত হয়ে শ্বশুর শ্বাশুড়িকে সেবা করার থেকে তাদের দোয়া পাওয়া থেকে। লাভ যেটা হয় সেটা হলো তারা মনে করে পিতামাতা এবং যদি ভাই বোন দু একটা থাকে তাদের পেছনে টাকা খরচ না করে বরং ভবিষ্যতের জন্য টাকা জমানো উচিত। এই মিথ্যে ধারণা বশতঃ তারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ভুলে যায় জন্মদাতা পিতা, জন্মধাত্রী মা কে। যে মা দশ মাস দশদিন গর্ভে ধারণ করে অনেক কষ্টের প্রসব বেতন সহ্য করে সন্তান জন্ম দিয়েছে। অতঃপর কোলে পিঠে করে বড় করেছে। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে। আমি এমন অনেক সংসার দেখেছি যারা সকালের নাস্তা করতে পারে নি, কিন্তু কোলের শিশুটির জন্য প্রতিবেশির কাড়ি থেকে কর্জ করে বা হাত পেতে খাবার এনে নিজের নাড়ি ছেঁড়া ধন সন্তানের মুখে তুলে দিয়েছেন। অথচ সেই সন্তান আজ বৃদ্ধ পিতা মাতার দিকে ফিরেও তাকান না। তাঁদের খোঁজ খবর নেন না। আমাদের মনে রাখা প্রয়োজন, আমরা জানি বৃদ্ধ বয়সে এসে আমাদের পিতামাতা শিশুর মত হয়ে যান। আমরা যদি কোলের শিশুর জন্য সপ্তাহে সপ্তাহে ডাক্তারখানায় যেতে পারি, বাহির থেকে বাসায় আসার পথে সন্তানের জন্য পছন্দের এটা সেটা আনতে পারি, তাহলে আমাদের উচিত বৃদ্ধ পিতামাতার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। এ সময় তারা ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে ভুগবেন- সেদিকে যতœ রাখা, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আল্লাহ্ পাকের হুকুম। যদি আমরা এই সময় তাদের পাশে থাকি তারা আমাদের দোয়া দেবেন। তাদের দোয়ার বরকতে আমরা পরকাল পরকাল জান্নাত পেতে পারি। অপরদিকে যদি তাদের প্রতি অবহেলা অযতœ করি তাহলে তাদের বদ দোয়ার কারণে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পিতা মাতার হক সম্পর্কে কোরআন এবং হাদিসে জোর তাগিদ দেয়া আছে। কাজেই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতার বৃদ্ধ বয়সে সাধ্যমত তাদের সেবা করার তাহলেই আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সন্তানরা আমাদের যতœ নেবে।