আপনি জানেন কি?
আমরা অনেকেই চুইং গাম খেয়ে যত্র-তত্র ফেলে দিই। আপনি জানেন কি আপনার এই ফেলে দে্যা চুইং গামে একটা পাখির জীবন নাশ হতে পারে? কোন পাখি যখন এই চুইং গাম দেখে তখন এটাকে রুটির টুকরো মনে করে খেয়ে ফেলে। এটা তাদের পাকস্থলীকে ব্লক করে দে্য। যার ফলে তারা কোন খাদ্যগ্রহন করতে পারেনা। এমনকি কোন কিছু পান করতেও পারেনা। সুতরাং তারা ধীরে ধীরে ক্ষুধা এবং পিপাসার যন্ত্রনায় মারা যায়।
তাই আমাদের সবার উচিৎ নিজে এবং অন্যদের বিশেষ করে নিজের সন্তানদের এব্যপারে সতর্ক করা, তদের বুঝিয়ে বলা।