শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএনপির শান্তিপূর্ণ অবরোধ পালন

১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠা দফা অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের তৃতীয় দিন শুক্রবার আখাউড়া উপজেলা ও পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কের ৯ টি স্থানে অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। উপজেলার মনিয়ন্দ এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অবরোধ করে, খড়মপুর বাইপাস সড়কে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খাদেম, উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ভূইয়া, নারায়নপুর মোড়ে  পৌর imagesবিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আব্দু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, উপজেলার মোগড়ায় আরু মিয়া, বোরহান উদ্দিন বাবুল ও ধরখারে এডভোকেট কে.এম. রফিকুল ইসলাম, শেখ নাজিম উদ্দিন দুলাল ও শেখ হুমায়ুন কবির জীবন, দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন ভূইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম, পৌর শহরের তারাগনে পৌর বিএনপির সভাপতি বাহার মিয়ার নেতৃত্বে অবরোধ অনুষ্ঠিত হয়। অবরোধের কারনে পৌরশহরের সাথে সংযোগকারী সড়কগুলোতে সিএনজি,  অটোরিক্সা ও অন্যান্য যানবাহান চলাচল করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া গাজীর বাজার পর্যন্ত সড়ক পথে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ ছিল। অবরোধের ফলে স্থল বন্দরগামী রপ্তানী পণ্যবাহী কোন ট্রাক বন্দরে যেতে পারেনি। বন্ধ ছিল ঢাকা-আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস।
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শহরের মায়াবী সিনেমাহল চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।

 

এ জাতীয় আরও খবর