ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার
বিভিন্ন নাশকতা চেষ্টার মামলায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা চেষ্টা মামলায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতি রাতেই জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের অভিযান অব্যহত আছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিএনপির ১০ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে।