মাছিহাতা দরবার শরীফের পীর সৈয়দ ইয়াকুবুর রহমান ইন্তেকাল করেছেন ।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা দরবার শরীফের পীর সৈয়দ ইয়াকুবুর রহমান(সৈয়দ মিয়া) শনিবার দিবাগত রাত ১২: ১০ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন । (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর । সৈয়দ ইয়াকুবুর রহমান মাছিহাতা দরবার শরীফের পীর সৈয়দ কুতুবর রহমানের কনিষ্ঠ সন্তান । তিনি স্ত্রী , ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন ।তাঁর মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে আসে । মরহুমের নামাজে জানাজা মাছিহাতা দরবার শরীফে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে ।
নামাজে জানাজা র সময় পরবর্তীতে জানানো হইবে