মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আশুগঞ্জে ১৮দলের অবরোধ চলছে

বিএনপিসহ ১৮ দলের ডাকা সারা দেশে টানা রাজপথ,রেলপথ,নৌপথ অবরোধের অংশ হিসেবে আশুগঞ্জে পালিত হচ্ছে। সোমবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া ও সাধারন সম্পাদক জাকির হোসেনের নেতৃতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কাযালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
Ashuganj BNP Abarod 23.12.2013এতে উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি হাজী সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা হাজী মোঃ মিজান মেম্বার, উপজেলা জামায়াতের আমির ডাঃ তাজুল ইসলাম, জামায়াত নেতা আব্দুস সালাম, যাত্রাপুর বিএনপির নেতা বাক্কি মিয়া, আব্দুল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক ফাইজুর রহমান,যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর খা, সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল, সদস্য মনির হোসেন,মুর্শেদ খা, যুবদল নেতা আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, ছাত্রদল নেতা স্বপন মিয়া, মীর সুমন, সোহেল পারভেজ,ফজলে হাসান রাব্বি, বাক্কী মিয়া, শামীম চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজ।