তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিএনপির সুযোগ থাকবে : ওবায়দুল কাদের
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনকালীন সরকারে বিএনপির যোগ দেয়ার সুযোগ থাকবে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রিসভার আকার ২৫ জনের মত হতে পারে। বিএনপি আসলে পরিধি আরো বাড়তে পারে। পুরনো মন্ত্রিসভা থেকে কারা থাকছেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা পুরোটাই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তার কাছে সীলগালা করা আছে।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন তারা সংঘাত সহিংসতার রাজনীতি করেন। বুধবার ছাত্রদলের সভায় তিনি বলেছেন দু’একটা গাড়ি ভাঙচুর করলে চলবে না, রাজপথে নামতে হবে।