নবীনগরে স্কুলছাত্রীর মৃত্যু
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দূঘটনায় নুহা আক্তার মনিরা(১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মনিরা শ্যাম গ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের জাফর আলী ভূইয়ার মেয়ে। বড়াইল সরকারী প্রাথমীক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। জানাযায়, নুহা আক্তার মনিরা নানার বাড়ীতে বেড়াতে গিয়ে সোমবার সকাল পৌনে ১০ টার দিকে একটি দোকান থেকে পণ্য ক্রয় করে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তাকে ধাওয়া করে। সে দৌড়ে পালাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে। থেকে স্কুলে যাবার পথে এঘটনা ঘটে। পুলিশ জানায়, ইজিবাইকের চালক নাছির মিয়াকে আটক করা হয়েছে।