বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ৭৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Upzila-electionডেস্ক রিপোর্ট :

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি উপজেলায় ৭৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 


এদিকে, এসব এলাকায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  


ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৮ জন। তাদের মধ্যে আখাউড়ায় ৫ জন ও নাসিরনগরে ৩ জন। এই দুই আসনে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ২৬৪ জন। 


আখাউড়া উপজেলায় মোট ভোটার ৮৮ হাজার ২৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৩২৪ এবং নারী ভোটার ৪৪ হাজার ৯৭২ জন। অপরদিকে নাসিরনগর উপজেলায় মোট ভোটার এক লাখ ৮৯ হাজার ৩১২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৪ জন এবং নারী ভোটার ৯৩ হাজার ১১৮ জন।


 

দুই উপজেলার ১১৩টি কেন্দ্রের ৭৮৬টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে  ১১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৬৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ৫৭২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।





ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, হাওড় অঞ্চল হওয়ায় নাসিরনগর উপজেলায় ৪ শতাধিক পুলিশ ও ৯শ’ আনসার বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া আখাউড়ায় ২৩০ জন পুলিশ ও ৪৬৮ জন আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩১টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। 





ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল জানান, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবগুলোই কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

বাংলানিউজ