রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলমন্ত্রীর বিয়ে ৩১শে অক্টোবর

45653_33জেলা প্রতিবেদক :রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও কনে হনুফা আক্তার রিক্তার গায়ে হলুদ ও বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে ৩১শে অক্টোবর। বউভাত অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর। ইতিমধ্যে বউ ভাতের কার্ড বিতরণ শুরু করেছে মন্ত্রীর পরিবার। বিয়ের কার্ডে বউ ভাতের তারিখ উল্লেখ করা হলেও বিয়ের তারিখ জানানো হয়নি। মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন চলতি মাসের শেষ দিনে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তারিখ নির্ধারিত হয়েছে। রেলমন্ত্রীর তিন ভাই মো. আবদুর রশিদ, মো. আবদুল মতিন এবং এবিএম আবদুল লতিফের শুভেচ্ছায় ছাপানো বউ ভাতের কার্ডে অথিতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমতে আসছে ১৪ই নভেম্বর ২০১৪ইং রোজ শুক্রবার সন্ধ্যা সাত টায় আমাদের কনিষ্ঠ ভ্রাতা মো. মুজিবুল হক মুজিব-এর বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বউভাত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া আন্তরিকভাবে কামনা করছি।’ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন চত্বরের ২নং এল.ডি হলে বউভাত অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছে। প্রীতিভোজের সময় সন্ধ্যা সাতটা। বউ ভাতের কার্ডে বরের পরিচিতি- মো. মুজিবুল হক মুজিব, পিতা মরহুম রজ্জব আলী, মাতা মরহুমা সোনাবান বিবি, ঠিকানা- গ্রাম- বসুয়ারা, ডাকঘর- উত্তর পদুয়া, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা। কনের পরিচিতি- হনুফা আক্তার রিক্তা, পিতা মরহুম হাবিব উল্লা মুন্সি, মাতা জোসনা বেগম, ঠিকানা- গ্রাম- মিরাখলা, ডাকঘর- গল্লাই, উপজেলা- চান্দিনা, জেলা- কুমিল্লা।