শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানির কল ছাড়লেই বেরিয়ে আসছে সোনা!

goldmmmmmmmmmmmmmmএই সেই আমেরিকা, কয়েক দশক আগে যেখানে সোনার খোঁজে হাজার হাজার মানুষ সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে ছুটেছিলেন। সেটা ছিল ক্যালিফোর্নিয়ার ঘটনা। বিষয়টিকে নিয়ে বিশ্বখ্যাত চলচ্চিত্র শিল্পী চার্লস চ্যাপলিন নির্মাণ করেছিলেন তার অমর সৃষ্টি ‘দ্য গোল্ড রাশ’।

এ বারে গোল্ড রাশ নয়, সোনা সরাসরি একেবারে ঘরেই এসে হাজির! আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের বেশ কিছু বাড়িতে পানির কল ছাড়লেই ঝরঝর করে পড়ছে সোনা!

গল্প নয়, এ ঘটনা একেবারে সত্যি। পানির কল খোলা মাত্রই পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার কুচি। এই সোনার কুচির সঙ্গদোষে এমনকি পানির রংও সোনালী হয়ে উঠছে।

সবার চোখ কপালে উঠার যোগাড়। ইতিমধ্যেই এই বিস্ময়কর ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভীড় জমাচ্ছেন কৌতূহলীরা। অর্থনৈতিক মন্দার এই যুগে সাধারণ মানুষকে সোনা কেনার আগে দশভার ভাবতে হয়। সেটা বিশ্বের সব দেশেই সমান সত্যি। আর, মেঘ না চাইতেই বৃষ্টি।

পশ্চিম আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের বেশ কিছু বাড়িতে পানির কল খুললেই যদি সোনা বেরিয়ে আসে তা হলে তার প্রতিক্রিয়া সহজেই অনুমেয়। এই খবর প্রকাশিত আমেরিকার নাম করা বেশ কিছু ওয়েবসাইটে।

ঘটনাটি সম্পর্কে মনটোনার এক বাসিন্দা ফেসবুকে জানিয়েছেন, আজ সকালে তিনি এক বালতি পানিতে অনেকটা সোনা পেয়েছেন। প্রথমে এক মহিলার নজরে পড়ে বিষয়টি।



পানির সঙ্গে সোনার কুচি বেরিয়ে আসতে দেখে ওই মহিলা ভেবেছিলেন, হয়তো তার সোনার চেইনটাই ছিঁড়ে গেছে। কিন্তু সোনার কুচিতে পানির রংয়ের পরিবর্তন দেখে বিষয়টি তিনি খতিয়ে দেখেই নিশ্চিত হয়ে যান পানির সঙ্গে বেরিয়ে আসছে সোনার কুচি।–ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

বিপৎসীমার ওপরে সুরমা, বাড়ছে কুশিয়ারার পানি

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু