রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দেশের উত্তর পূবাঞ্চলের বৃহৎ ধান চালের মোকাম আশুগঞ্জে মঙ্গলবার সকালে এই ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রসাশক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। চলতি বোরো মৌসুমে জেলার ৯টি উপজেলা থেকে ২৭ হাজার ৭৪১ টন চাল ও ৩ হাজার ৩২৪ টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রেজা মো. মহসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বিপ কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) আক্তারুন্নেছা শিউলী, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি জিয়াউল করিম খান সাজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা চাউলকল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা মো. গিয়াস পাটোয়ারি।

চলতি ইরি বোরো মৌসুমে আশুগঞ্জ উপজেলা থেকে প্রতি কেজি ৩১টাকা দরে ১৯হাজার ৬শ ৩৭ মেট্রিকটন চাল ও ২০টাকা কেজি দরে ১শ৬৪ মেট্রিক টন ধান কিনবে সরকার। এই ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামি ৩০ আগষ্ট পর্যন্ত। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রেজা মো. মহসিন জানান জেলায় লাইসেন্স প্রাপ্ত চাল সরবরাহকারী ২৭১টি চাতালকল রয়েছে। এর গুদামে চাল সরবরাহ করার জন্য আজ মঙ্গলবার পর্যন্ত ১২০ চাতালকল চুক্তিবদ্ব হয়েছে। পর্যায়ক্রমে বাকি চাতালকল গুলো চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ব হবে। তিনি বলেন, প্রথম দিন প্রায় এক হাজার টন চাল সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহত্তর হাওরঅঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মণধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় চারশতাধীক রাইছ মিলে পক্রিয়াজাত করে চালের রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও নৌ পথে সরবরাহ করে এসব এলাকার চালের চাহিদা পূরণ করে। তাই সরকারের ধান- চাল ক্রয়ের চাহিদার বড় একটি অংশ আশুগঞ্জ থেকে বরাদ্ধ দিয়ে ক্রয় করে থাকে।

এ জাতীয় আরও খবর

৬৪ শতাংশ মানুষের বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই: সিপিডি

আমদানি বন্ধে দাম বেড়েছিল হু হু করে, চালুর খবরে কমেছে সামান্য

আরএসএফ’র র‍্যাংকিং পদ্ধতির ভুল আবারও তুলে ধরবো: তথ্য প্রতিমন্ত্রী

ওমরাহ পালন করেছেন ফখরুল দম্পতি

এই সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না : রিজভী

‘ভোটে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত’

দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত : মঈন খান

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

আবারও রিমান্ডে মিল্টন সমাদ্দার

জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী

সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে