শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনস্টাইনের চেয়ে বুদ্ধিমান!

018df42be87ec5804e46c92ddfac9f25আইনস্টাইনের আইকিউ বা বুদ্ধ্যঙ্ক অপেক্ষা বেশি আইকিউয়ের অধিকারী লন্ডনের ১১ বছরের বালক রমার্নি উইলফ্রেড।

পৃথিবীতে আইকিউ পরীক্ষার সবচেয়ে বড় ও প্রাচীন সংস্থা মেনসা। সেই সংস্থার কাছে নিজের বুদ্ধ্যঙ্ক মাপানোর পরীক্ষায় দিয়েছিল রমফোর্ডের বাসিন্দা রমার্নি। সেখানে তার স্কোর হয় ১৬২। নিজের কীর্তিকে বিশ্বাস করতে পারছে না সে।

রমার্নি জানায়, এ পরীক্ষার ফল আমার কাছে খুবই অবাক করার মতো। আমি এতে ভীষণ খুশি। এ কীর্তিতে সবাই রমার্নিকে রমফোর্ডের রেকর্ডার বলে অভিহিত করছেন। রমার্নির মা আন্থিয়া বলেন, সে ৩ বছর বয়সেই লেখাপড়া শুরু করে।

মেনসার চিফ এক্সিকিউটিভ জানান, রমার্নির ফল খুবই সন্তোষজনক। এ সংস্থায় ওকে স্বাগত জানাই। ভবিষ্যতে সংস্থার সঙ্গে যুক্ত হলে আমাদের ভালো লাগবে।

আইনস্টাইনের সাথে তুলনা করা হলেও তার জীবদ্দশায় আইকিউ বা বুদ্ধ্যঙ্ক কত তা মাপা হয়নি। তবে বিজ্ঞানীরা ধারণা করেন, তার আইকিউ ১৬০ এর কাছাকাছি হতে পারে।