সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম

প্রতিনিধি :: সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “বিদ্যালয় বিহীন গ্রামে ১৫’শ প্রাথমিক বিদ্যালয় স্থাপন” প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা সহ কয়েক জন ব্যক্তি গত ১১ মে নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পত্রে জানা যায়, প্রকল্পের পরিপত্রের নিয়ম অনুযায়ী কেবল মাত্র বিদ্যালয় বিহীন গ্রামে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। সেই অনুযায়ী রাজাপুর গ্রামের উত্তর পশ্চিম দিকে অবস্থিত সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি গ্রাম সিঙ্গাপুর। এ গ্রামে দুই সহস্রাধিক লোক বসবাস করছে। গ্রামটি সৃষ্টির পর থেকে কোন প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্টেন সেখানে গড়ে উঠেনি। ফলে ওই গ্রামের অধিকাংশ নারী পুরুষ এখনো নিরক্ষর। প্রকল্পের শুরুতে অরুয়াইল ইউনিয়নের বিদ্যালয় বিহীন গ্রাম সিঙ্গাপুরকে চিহ্নিত করে সেখানেই নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তুতি চলছিল। রহস্যজনক কারনে সেই প্রস্তুতি মাঝ পথে থেমে যায়। পরে একটি মহল বিশেষ কৌশলে বিদ্যালয় যুক্ত রাজাপুর গ্রামকে বানিয়ে নেয় বিদ্যালয় বিহীন।

তারা আবেদন পত্রে রাজাপুর (সিঙ্গাপুর) লিখে যেখানে কাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় রয়েছে, সেটির ঠিক নিকটবর্তী স্থানে প্রকল্পের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুর গ্রামের লোকজনকে সরকারের মহৎ সুবিধা থেকে বঞ্চিত করার অপকৌশল চলছে। রাজাপুর গ্রামের বাসিন্ধা মুক্তিযোদ্ধা মন্তাজ আলী বলেন, সিঙ্গাপুর গ্রামটি সৃষ্টির পর কেউ এখানে স্কুল দেখেনি। পড়ার সুযোগ ও পায়নি। সরকার একটি সুযোগ দিয়েছিল। গ্রামবাসী আশায় বুক বেঁধেছিল। কিন্তু ষড়যন্ত্রকারী একটি মহল তাদের আশা ও স্বপ্ন পূরন হতে দিচ্ছে না। তারা স্কুল চাই। তাদের ছেলে মেয়ে পড়তে চাই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা সরজমিনে পরিদর্শন করেছেন। 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে